শনিবার রাতেই মুম্বইয়ের থানে এলাকার এক প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলিকে। ৫২ বছর বয়সী এই ক্রিকেটারের ব্রেনে ক্লট অর্থাৎ রক্ত জমাট বাঁধার সন্ধান মিলেছে। শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে হাসপাতালে নিয়ে আসে ছেলে, মেয়েরা। এক মাস আগেও তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
ব্রেন ক্লট ধরা পড়ল কাম্বলির-
শনিবার প্রথমে তিনি মূত্রজনিত সমস্যার কথা জানিয়েছিলেন চিকিৎসকদের। এছাড়াও পেটে ব্যথাও ছিল তাঁর। চিতিৎসক বিবেক ত্রিবেদি জানিয়েছেন, এরপর বিভিন্ন মেডিক্যাল টেস্টের পরেই জানা গেছে যে তাঁর ব্রেনে ক্লট রয়েছে। আক্রুতি হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে কাম্বলির। ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে সচিন তেন্ডুলকরের প্রাক্তন সতীর্থকে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে মঙ্গলবার দিনও বেশ কয়েকটি পরীক্ষা করা হবে তাঁর। এরপরই জানা যাবে, শরীরে আর কোনও ব্যধি রয়েছে কিনা তাঁর। এছাড়াও এই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, হাসপাতালের ইন চার্জ সিদ্ধান্ত নিয়েছেন বিনোদ কাম্বলিকে সারাজীবন বিনামূল্যে চিকিৎসা প্রদানের। কারণ সম্প্রতি ভারতীয় এই
সঙ্কটমুক্ত নন কাম্বলি-
শনিবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা গেছিল তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও একদম সঙ্কটমুক্ত তিনি ছিলেন না। এক সমর্থকের পোস্ট করা ভিডিয়োতে বিনোদ কাম্বলিকে দেখা যায় থাম্বস আপ দেখাচ্ছেন। তবে শেষ কয়েক সপ্তাহ ধরেই কাম্বলির যে অবস্থা নজরে আসছে সকলের, তা অত্যন্ত কষ্টের।
আরও পড়ুন- নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
সম্প্রতি সচিন তেন্ডুলকরের সঙ্গেই বিনোদ কাম্বলিকেও দেখা গেছিল, তাঁদের প্রাক্তন কোচ রমাকান্ত আচরেকরের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে, শিবাজি পার্কে। সেখানে বিনোদ কাম্বলিকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি একদমই সুস্থ নন। দেখে মনে হচ্ছিল সচিনকে হয়ত তিনি ঠিকভাবে চিনতেই পারছিলেন না।
স্ত্রী সন্তানকে ধন্যবাদ দিয়েছিলেন কাম্বলি-
কিছুদিন আগে এক সাক্ষাৎকে বিনোদ কাম্বলি জানিয়েছিলেন, তিনি ইউরিন ইনফেকশনে ভুগছিলেন, কিন্তু তাঁর স্ত্রী এবং সন্তানরা মরিয়া লড়াই করে তাঁকে সুস্থ করে তুলেছেন। জানিয়েছিলেন, যে অজয় জাদেজাও তাঁকে দেখতে এসেছিলেন সেই সময়।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
আগে বলেছিলেন সুস্থ হয়েছেন তিনি-
কাম্বলি বলেছিলেন, ‘আমি আগের থেকে ভালো রয়েছি, আমার স্ত্রী আমার অনেক খেয়াল রাখে আমায় তিনটে আলাদা হাসপাতালে নিয়ে গেছিল, আমায় বলেছিল তোমায় সুস্থ হতেই হবে। অজয় জাদেজাও এসেছিল আমায় দেখতে, বেশ ভালোই লেগেছিল। আমি মূত্রজনিত সমস্যায় ভুগছিলাম। এটা একমাস আগের ঘটনা, আমার মাথা ঘুরতে শুরু করে এবং আমি মাটিতে পড়ে যাই ’।