পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম আক্রম দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ছয় উইকেটের বড় পরাজয়ের পর তীব্র হতাশা প্রকাশ করেছেন। পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে ওঠার আশা এখন অন্যান্য দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। তবে ভারতের বিরুদ্ধে হারের পরে পাকিস্তান দল নিয়ে মজার কৌতুক করে বর্তমানে পাকিস্তান দলের পরিস্থিতির বর্ণনা করেন ওয়াসিম আক্রম।
পাকিস্তানের স্পোর্টস সেন্ট্রাল-এ এক আলোচনায় ওয়াসিম আক্রম দলের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে একটি মজার কথা বলেন। আক্রমের কথা শুনে অজয় জাদেজা, নিখিল চোপড়া থেকে ওয়াকার ইউনিস সকলেই হাসিতে ফেটে পড়েন।
ওয়াসিম আক্রম বলেন, ‘এক লোক জ্যোতিষীর কাছে যায় এবং নিজের ভবিষ্যৎ জানতে হাত দেখায়।’ জ্যোতিষী তাঁর হাত দেখে বলেন, ‘তুমি গরীব, আরও গরীব হবে, আরও গরীব হতে থাকবে।’ এরপরে আক্রম বলেন, ‘একটা সময় তোমার গরীব থাকার অভ্যাস হয়ে যাবে।’ এরপরে আক্রম পাকিস্তান দলকে সামনে রেখে বলেন, ‘এখন সেটাই আমাদেরও অভ্যাস হয়ে গেছে!’ এই কথা শুনে স্টুডিওতে থাকা সকলেই হাসতে থাকেন।
দেখুন কী বললেন ওয়াসিম আক্রম-
আরও পড়ুন … CT 2025: এটা তো সবে শুরু, আরও ম্যাচ খেলতে দাও দেখবে কী করতে পারি- পাক ম্যাচের পরে কুলদীপের হুঙ্কার
পাকিস্তান দলে বড় পরিবর্তনের ডাক দিলেন আক্রম
ওয়াসিম আক্রম মনে করেন, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলকে আমূল পরিবর্তন করতে হবে। তিনি পাকিস্তান ক্রিকেটে তারকা সংস্কৃতি বন্ধের আহ্বান জানান এবং দলে নতুন খেলোয়াড় এনে নির্ভীক ক্রিকেট খেলার পরামর্শ দেন। ওয়াসিম আক্রম বলেন, ‘আমরা গত কয়েক বছর ধরে একই খেলোয়াড়দের নিয়ে হোয়াইট-বল ক্রিকেটে হারছি। এখন সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’
এরপরে ওয়াসি আক্রম বলেন, ‘তরুণ খেলোয়াড়দের এনে পাকিস্তানের হোয়াইট-বল ক্রিকেটে নির্ভীকতা আনতে হবে। যদি পাঁচ-ছয়ের বেশি পরিবর্তন করতেও হয়, তা করতে হবে। তাদের সমর্থন দিতে হবে এবং এখন থেকেই ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে হবে। এখন যথেষ্ট হয়েছে! আমরা এদের পারফরম্যান্স দেখেছি, সুযোগ দিয়েছি, তারকা বানিয়েছি—কিন্তু ফল পাইনি!’
আরও পড়ুন … ১টা খেলা বেঁচে ছিল, সেই ক্রিকেটকেও শেষ করে দিল.....হাহাকার পাকিস্তানের প্রাক্তনীদের
পাকিস্তানের খারাপ বোলিং পারফরমেন্স-
পাকিস্তানের বোলিং নিয়ে ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরলেন ওয়াসিম আক্রম। সাম্প্রতিক পাকিস্তানের ম্যাচগুলোতে বোলিং পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তিনি। আক্রম বলেন, ‘শেষ পাঁচ ম্যাচে পাকিস্তানি বোলাররা মাত্র ২৪টি উইকেট নিয়েছে, তাও গড়ে ৬০ রান দিয়ে! পাকিস্তানের বোলিং গড় এখন ১৪ দলের মধ্যে দ্বিতীয় সবচেয়ে খারাপ। ওমান এবং আমেরিকার চেয়েও খারাপ!’
আরও পড়ুন … IND vs PAK: অনুষ্কা ছিলেন না, তাও সেঞ্চুরি করে কার দিকে ব্যাট দেখান বিরাট? জানলে চমকে যাবেন!
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে পাকিস্তান
পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার আশা এখন নির্ভর করছে ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের ওপর। এই ম্যাচে বাংলাদেশ জিতলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পরিসংখ্যান আরও হতাশাজনক। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে জয়ের পর থেকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পরপর ছয়টি পূর্ণাঙ্গ ম্যাচে হেরেছে। এটি তাদের জন্য আরও হতাশার বিষয়।