Hardik Pandya's tussle with Sai Kishore: আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স। এই ম্যাচের উত্তেজনাপূর্ণ একটি মুহূর্তে হার্দিক পান্ডিয়ার সঙ্গে সাই কিশোরের ঝামেলা দেখা যায়। ভাইরাল হচ্ছে সেই মুহূর্তের ভিডিয়ো।
মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও গুজরাট টাইটান্সের (GT) হাই-ভোল্টেজ আইপিএল ২০২৫ ম্যাচ চলাকালীন এক মুহূর্ত নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেখানে GT স্পিনার সাই কিশোর ও MI অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মধ্যে এক সূক্ষ্ম কিন্তু তীব্র বাক্যবিহীন লড়াই দেখা যায়।
রান তাড়া করার সময়ে ১৫তম ওভারটি করতে এসেছিলেন সাই কিশোর। তাঁর একটি ডেলিভারি ডিফেন্ড করেন হার্দিক পান্ডিয়া। এরপর সাই কিশোর সামনের দিকে এগিয়ে যান এবং হার্দিকের দিকে কড়া দৃষ্টিতে তাকাতে থাকেন। দুই ক্রিকেটারের মধ্যে এক তীক্ষ্ণ দৃষ্টির লড়াই দেখা যায়। যা দেখে মনে হচ্ছিল সাই কিশোর ব্যাটসম্যানের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন। তবে হার্দিক কোনও ভাবেই বিচলিত হননি। বরং তিনি স্বভাবসুলভ কুলনেস বজায় রেখে বলটি তুলে নিয়ে আরামভাবে কিশোরের দিকে ছুঁড়ে দেন, যেন তাকে নিজের বোলিং মার্কে ফিরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি।
দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো-
আরও পড়ুন … IPL 2025: আমাদের লক্ষ্য খুবই পরিষ্কার: ম্যাচের আগে ইয়ান বিশপকে কী বলেছিলেন হার্দিক পান্ডিয়া?
মুহূর্তটি সংক্ষিপ্ত হলেও, মাঠের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে থাকা প্রতিদ্বন্দ্বিতার আগুন ফুটে ওঠে। মুম্বই ইন্ডিয়ান্সের তখন ৩০ বলে ৭৯ রান দরকার ছিল। হার্দিক ৯ বলে ৮ রানে ব্যাট করছিলেন, আর অন্য প্রান্তে সূর্যকুমার যাদব ২৬ বলে ৪৭ রানে ইনিংস গড়ে তুলছিলেন।
আরও পড়ুন … ISL 2024-25: মুম্বই সিটিকে ৫-০ উড়িয়ে আইএসএল-এর প্লে-অফে ইতিহাস গড়ল সুনীলদের বেঙ্গালুরু
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই ‘স্টেয়ার-ডাউন’ মুহূর্তটি ভাইরাল হয়ে যায়। ভক্তরা একে ম্যাচের ‘কোল্ডেস্ট মোমেন্ট’ হিসেবে আখ্যা দিচ্ছেন। অন্যদিকে, সাই কিশোরও বল হাতে বেশ ভালো পারফরম্যান্স করেছেন, চাপের মধ্যে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন।
আরও পড়ুন … IPL 2025: কেন তিন নম্বরে ব্যাট করতে নামছেন রিয়ান পরাগ? রহস্য থেকে পর্দা তুললেন রাহুল দ্রাবিড়
এই ম্যাচটি ৩৬ রানে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়া ১৭ বলে ১১ রান করে সাজঘরে ফিরে যান। সাই কিশোর চার ওভারে ৩৭ রান দিয়ে এক উইকেট শিকার করেন। চলতি আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।