গ্রুপ লিগ থেকে সুপার সিক্স পর্যন্ত সব ম্যাচ জিতে চলতি মহিলা অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে ভারত। শেষ চারের লড়াইয়ে গতবারের রানার্স ইংল্যান্ডকে পরাজিত করে ভারত এবং সেই সুবাদে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আপাতত দেখে নেওয়া যাক কোন পথে এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয় ভারতীয় দল।
ভারত এ-গ্রুপের তিনটি ম্যাচে পরাজিত করে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাকে। তিনটি ম্যাচের ফলাফলে চোখ রাখা যাক।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (গ্রুপ লিগ)
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা ১৩.২ ওভারে মাত্র ৪৪ রানে অল-আউট হয়ে যায়। কেনিকা সিজার ১৫ রান করেন। ৭ রানে ৩ উইকেট নেন পারুনিকা সিসোদিয়া। ৫ রানে ২ উইকেট নেন ভিজে যোশিতা। পালটা ব্যাট করতে নেমে ভারত ৪.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪৭ রান তুলে ম্যাচ জিতে যায়। অপরাজিত ১৬ রান করেন জি কমলিনী। ম্যাচের সেরা হন যোশিতা।
ভারত বনাম মালয়েশিয়া (গ্রুপ লিগ)
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মালয়েশিয়া। তারা ১৪.৩ ওভারে মাত্র ৩১ রানে অল-আউট হয়। কেউই দুই অঙ্কের রান করেননি। সর্বাধিক ১১ রান আসে অতিরিক্ত হিসেবে। ৫ রানে ৫ উইকেট নেন বৈষ্ণবী শর্মা। জবাবে ব্যাট করতে নেমে ভারত ২.৫ ওভারে বিনা উইকেটে ৩২ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৭ রানে নট-আউট থাকেন গঙ্গাদি তৃষা। ম্যাচের সেরা হন বৈষ্ণবী।
ভারত বনাম শ্রীলঙ্কা (গ্রুপ লিগ)
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১৮ রান তোলে। ৪৯ রান করেন গঙ্গাদি তৃষা। পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৫৮ রানে আটকে যায়। ৭ রানে ২ উইকেট নেন পারুনিকা সিসোদিয়া। ম্যাচের সেরা হন তৃষা।
গ্রুপ লিগে অপরাজিত থাকে ভারত সুপার সিক্স রাউন্ডে প্রবেশ করে। সুপার সিক্স রাউন্ডের ২টি ম্যাচে ভারতীয় দল হারিয়ে দেয় যথাক্রমে বাংলাদেশ ও স্কটল্যান্ডকে।
ভারত বনাম বাংলাদেশ (সুুপার সিক্স)
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৬৪ রান তোলে। ২১ রান করেন সুমাইয়া আক্তার। ১৫ রানে ৩ উইকেট নেন বৈষ্ণবী শর্মা। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৭.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৬৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ৪০ রান করেন গঙ্গাদি তৃষা। ম্যাচের সেরা হন বৈষ্ণবী।
ভারত বনাম স্কটল্যান্ড (সুুপার সিক্স)
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা ২০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে। ১১০ রান করে নট-আউট থাকেন গঙ্গাদি তৃষা। ৫১ রান করেন জি কমলিনী। পালটা ব্যাট করতে নেমে স্কটল্যান্ড ১৪ ওভারে ৫৮ রানে অল-আউট হয়ে যায়। ৮ রানে ৪ উইকেট নেন আয়ুশি শুক্লা। ম্যাচের সেরা হন তৃষা।
আরও পড়ুন:- ভারতের T20I ক্যাপ্টেন হিসেবে টানা ৬ সিরিজে অপরাজিত সূর্য- তালিকা
সেমিফাইনালে ভারতের লড়াই ছিল গতবারের রানার্স দল ইংল্যান্ডের বিরুদ্ধে। অনায়াসে ব্রিটিশদের বাধা টপকে যায় ভারতীয় দল। খেতাবি লড়াইয়ে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।
ভারত বনাম ইংল্যান্ড (সেমিফাইনাল)
টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১৩ রান সংগ্রহ করে। ৪৫ রান করেন ডেভিনা পেরিন। ২১ রানে ৩ উইকেট নেন পারুনিকা সিসোদিয়া। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫৬ রান করে নট-আউট থাকেন জি কমলিনী। ম্যাচের সেরা হন পারুনিকা।