
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুভব্রত মুখার্জি:- গত ওডিআই বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স করেছে ভারতীয় দল। বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল তারা। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে ফাইনালে হেরে গিয়েছিল ভারতীয় দল। এমন আবহে চলতি বছরেই রয়েছে টি-২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে এই দুই তারকাই খেলবেন কিনা তা নিশ্চিত নয়। তবে সেই রকম একটা আশা অবশ্যই তৈরি হয়েছে। ১৪ মাস পরে ভারতীয় টি-২০ সেটআপে ফিরেছেন বিরাট কোহলি, রোহিত শর্মা। অনেকের কাছেই বিষয়টি বিস্ময়ের এবং আনন্দের তো বটেই। তবে অনেকে বিষয়টিকে ভালোভাবেও নেননি।
এই দুই তারকাকে ছাড়াই ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলেছে। যেখানে নবীন তারকারা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। তারপরেও জাতীয় দলে বিরাট-রোহিতের ফিরে আসাকে অনেকেই ভালোভাবে নেননি। এশিয়ান গেমসে সোনাও জিতেছিল ভারতীয় দল। এমন আবহে প্রাক্তন ভারতীয় প্রধান নির্বাচক কিরণ মোরে জানিয়েছেন ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্সের পরেই নাকি বিরাট-রোহিতকে নিয়ে ভারতীয় বোর্ডের ভাবনা চিন্তা বদলে গিয়েছে।
নিউজ১৮'কে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ মোরে জানিয়েছেন, ‘তাদেরকে (বিরাট-রোহিত) দলে নেওয়া হয়েছে তাদের সাম্প্রতিক ফর্মকে মাথাতে রেখেই। দুই বছর পরে বদলে গিয়েছে নির্বাচকদের মতামত। আমি জানিনা নির্বাচকদের আগের ভাবনা কী ছিল? তবে দুজনেই সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে কিন্তু দুরন্ত পারফরম্যান্স করেছে। দক্ষিণ আফ্রিকা সিরিজেও তাদেরকে বেশ ভালো ফর্মে মনে হয়েছে। আর সেই কারণেই আমি মনে করি ওদের বিষয়ে ফের চিন্তা ভাবনা করছে ভারতীয় বোর্ড।’
প্রসঙ্গত ২০২২ টি-২০ বিশ্বকাপেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি। তিনি অস্ট্রেলিয়াতে হওয়া এই বিশ্বকাপে ২৯৬ রান করেছিলেন। তাঁর ব্যাটিং গড় ছিল ৯৮.৬৬। হাঁকিয়েছিলেন চার চারটি অর্ধশতরান। এমসিজিতে পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। ভারতকে খাদের কিনারা থেকে টেনে তুলে কার্যত একার হাতে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। এর পরবর্তী সময়ে কোহলি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে খেলেননি। তবে আইপিএলে খেলেছেন নিয়মিত। আরসিবির হয়ে শেষ মরশুমে ৫৩.২৫ গড়ে করেছিলেন ৬৩৯ রান। অন্যদিকে রোহিত শেষ টি-২০ বিশ্বকাপে করেছিলেন ১১৬ রান। গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে তিনি করেন ৩৩২ রান।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে কিরণ মোরে আরও যোগ করেন, ‘যেভাবে ওডিআই বিশ্বকাপে অধিনায়কত্ব করেছে তা অনবদ্য। আমরা বিশ্বকাপের ফাইনালেও গিয়েছিলাম। বেশ কিছু অনবদ্য ইনিংসও খেলেছে রোহিত। যে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছে তার ফলেই ওঁকে নিয়ে নির্বাচকদের মনোভাব বদলে গিয়েছে। আর সেই কারণেই ওদেরকে দলে ফেরানো হয়েছে। ভারতীয় ক্রিকেটের জন্য এটা সুখবর।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports