বিদর্ভের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে প্রতিরোধ গড়তে পারেননি তেমন কেউ। একা যশ রাঠোরকে থামানো যায়নি। ফলে রাঠোর একাই রঞ্জি সেমিফাইনালে মুম্বইয়ের কাজ কঠিন করে তোলেন। রাঠোরের শতরানের সুবাদে মুম্বইয়ের সামনে জয়ের জন্য কঠিন লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় বিদর্ভ।
প্রথম ইনিংসের নিরিখে ১১৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বিদর্ভ। তারা তৃতীয় দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ১৪৭ রান তুলে। চতুর্থ দিনে তার পর থেকে খেলতে নেমে বিদর্ভ তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে ২৯২ রানে। সুতরাং, প্রথম ইনিংসের লিড মিলিয়ে বিদর্ভ এগিয়ে থাকে ৪০৫ রানে। সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট পকেটে পুরতে মুম্বইকে শেষ ইনিংসে তুলতে হবে ৪০৬ রান। জামথার পিচে শেষ ইনিংসে এই রান তাড়া করা সহজ হবে না মোটেও।
দাপুটে শতরান যশ রাঠোরের
বিদর্ভের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪টি বাউন্ডারির সাহায্যে ৭৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করেন পূর্ণ করেন যশ রাঠোর। তিনি শতরানের গণ্ডি টপকান ১৬৮ বলে। সাহায্য নেন মোটে ৬টি বাউন্ডারির। শেষমেষ ১১টি বাউন্ডারির সাহায্যে ২৫২ বলে ১৫১ রান করে সাজঘরে ফেরেন রাঠোর।
এছাড়া দ্বিতীয় ইনিংসে বিদর্ভের হয়ে ২০২ বলে ৫২ রান করেন ক্যাপ্টেন অক্ষয় ওয়াদকর। তিনি ৫টি চার মারেন। ৩৬ বলে ২৯ রান করেন দানিশ মালেওয়ার। তিনি ৪টি চার মারেন। ৪১ বলে ২০ রান করেন পার্থ রেখাড়ে। তিনি ৩টি চার মারেন। করুণ নায়ার ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন।
আরও পড়ুন:- মিনি বিশ্বকাপে আবির্ভাবে সর্বোচ্চ ইনিংস, সেরা ৭-এ লাথাম-ইয়ং, সচিনের রেকর্ড অক্ষত
একাই ৬ উইকেট নেন শামস মুলানি
মুম্বইয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে একাই ৬টি উইকেট নেন শামস মুলানি। তিনি ৪৪ ওভার বল করে ৯টি মেডেন-সহ ৮৫ রান খরচ করেন। এছাড়া ৩টি উইকেট নেন তনুষ কোটিয়ান। ১টি উইকেট দখল করেন শার্দুল ঠাকুর। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া শিবম দুবে দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট পাননি।
আরও পড়ুন:- বড় রান তাড়া করতে নেমে ঠুকঠুকে ৫০ বাবরের, এর থেকেও ধীর খেলেছেন আগে চারবার
উল্লেখ্য, জামথায় মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বিদর্ভ। তারা প্রথম ইনিংসে ৩৮৩ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে মুম্বই তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ২৭০ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ১১৩ রানে পিছিয়ে পড়ে মুম্বই। যার অর্থ, ফাইনালে যেতে হলে বিদর্ভের ঝুলিয়ে দেওয়া টার্গেটে পৌঁছতে হবে মুম্বইকে। ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ফাইনালে উঠে যাবে বিদর্ভ।