
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দ্বিতীয়বার বাবা হওয়ার পর সোশাল মিডিয়ায় প্রথম প্রতিক্রিয়া দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন, ডেলিভারির ডেটও ছিল নভেম্বরের মাঝামাঝিতে। সেই কারণেই স্ত্রীয়ের পাশে দাঁড়াতে চেয়েছিলেন হিটম্যান। অবশেষে পুত্র সন্তান কোল আলো করে আসে রোহিত রিতিকার পরিবারে, বাঙালির কার্তিক পুজোর ঠিক একদিন আগেই।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় অনুশীলনে চেনা ছন্দে বিরাট! ফাস্ট পিচে ল্যাজেগোবরে অবস্থা সরফরাজের!
শুক্রবার রাতেই খবর আসে দ্বিতীয়বার হয়েছেন রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ। তখন থেকেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সোশাল মিডিয়ায় একের পর পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে সকলেই বলছেন জুনিয়র হিটম্যান এসে গেছে ভারতকে আবার নেতৃত্ব দেবে বলে। মুম্বইকর ব্যাটার স্ত্রীর সঙ্গে থাকার জন্য পার্থ টেস্ট খেলতেও যাননি।
আগেই রোহিতের একটি মেয়ে হয়েছিল। সামাইরার বয়স এখন পাঁচ বছর। আইপিএল হোক বা বিদেশ সফর, সর্বত্রই বাবা রোহিতের সঙ্গে ছিলেন মেয়ে সামাইরা। এবার একটু রিতিকাকে বাড়তি ঝক্কি পোহাতে হবে, কারণ পাঁচ বছরের সামাইরার সঙ্গে যে সদ্যজাত সন্তানেরও খেয়াল রাখতে হবে। আর কয়েক বছর পর যখন আইপিএলে দুই সন্তানই একসঙ্গে যাবেন, তখন কো আরও কাজ বাড়বে রিতিকার।
আরও পড়ুন- পুত্র সন্তানের মা হলেন রিতিকা! রোহিতের পরিবারে নতুন অতিথি! ৩ থেকে ৪ হলেন…
সামাইরাকেও অবশ্য এখন বড় দিদির মতোই দায়িত্ব পালন করতে হবে। তাঁর ভাই হয়েছে বলে কথা। কদিন পর থেকেই নতুন খেলার সঙ্গী পাবেন তিনি। এরই মধ্যে রোহিত শর্মা সোশাল মিডিয়ায় শুভ্যানুদায়ী এবং ফ্যানদের উদ্দেশ্যেই পোস্ট করে লিখলেন, ‘ফ্যামিলি, দ্য ওয়ান, হোয়ের উই আর ফোর নাও’। অর্থাৎ পরিবারই এমন জায়গা, যেখানে আমরা চার। একটি গ্রাফিক্যাল প্রতিকি ছবি রোহিত পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি এবং রিতিকার মাঝে বসে সামাইরা। আর সামাইরারল কোলে সদ্যজাত সন্তান।
আরও পড়ুন- IPL নিলামের আগেই ব্যাট হাতে দাপট! রঞ্জিতে ত্রিশতরান RR, RCB-র প্রাক্তন তারকার…
প্রসঙ্গত বাবা তো হলেন রোহিত শর্মা। কিন্তু বর্ডার গাভাসকর ট্রফিতে কোন টেস্ট থেকে তিনি খেললেন সেটা এখনও জানা যায়নি। কারণ এই বছরটা তাঁর কাছে ভালো খারাপ মিশিয়েই গেছে। যেমন টি২০ বিশ্বকাপ জয়ের সাফল্যের মতো সন্তান লাভের আনন্দ রয়েছে তাঁরল ২০২৪ সালে। তেমনই এই বছরই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়কত্ব হারানো ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হোয়াইটওয়াশ হওয়ার লজ্জাও।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports