অবশেষে জয়ের সরণীতে ফেরা শুরু করেছে মুম্বই ইন্ডিয়ানস দল। টানা হারতে থাকা মুম্বই জিতেছে গত চার ম্যাচের তিনটিতেই। একটি ম্যাচ যেটা হারতে হয়েছে সেটা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। অর্থাৎ সেই ম্যাচ সবসময়ই ফিফটি ফিফটি হয়। ফলে সেই ম্যাচের হারকে অতটাও গুরুত্ব দিয়ে নিজেদের আত্মবিশ্বাসে ঘাটতি আনতে চাননি রোহিতরা। পঞ্জাবের বিপক্ষে দল ৯ রানে জিততেই দেখা গেল দুই বন্ধুর মেলবন্ধন। ম্যাচ জয়ের পরই একে অপরকে জড়িয়ে ধরেন মুম্বইয়ের প্রাক্তন এবং বর্তমান অধিনায়ক।
আরও পড়ুন-IPL 2024- লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো
কাজিসো রাবাদার রান আউটের সঙ্গে সঙ্গে উচ্ছাসে মাতেন মুম্বই ক্রিকেটাররা। কারণ শেষ ওভার ছিল দুই দলের কাছে ফিফটি -ফিফটি। অর্থাৎ মুম্বই জিতবে তাও বলা যাচ্ছিল না। পঞ্জাবও জিতবে, সেকথাও কেউ হলফ করে বলতে পারছিলেন না। এরই মধ্যে কাজিসো রাবাদাকে মহম্মদ নবি রান আউট করেন। আউট হওয়ার আগে রাবাদা করেছিলেন ৩ বলে ৮ রান। মেরেছিলেন একটি ওভারবাউন্ডারি। শেষ পর্যন্ত ম্যাচ ৯ রানে জিতে নেয় মুম্বই। আর তারপরই ভারতীয় দলের বর্তমান অধিনায়ক এবং মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক একে অপরকে এগিয়ে গিয়ে আলিঙ্গন করেন।
আরও পড়ুন-IPL 2024-স্বপ্ন সত্যি হয়েছে, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ-ভিডিয়ো
অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার মুম্বইতে আসার পর থেকেই প্রতি ম্যাচে তাঁকে কটুক্তির শিকার হতে হয়েছে। বিরাট কোহলি নিজে স্টেডিয়ামের সমর্থকদের অনুরোধ করেছিলেন হার্দিকের পাশে দাঁড়ানোর জন্য। রোহিত শর্মাকেও দেখা গেছিল সমর্থকদের বোঝানোর চেষ্টা করতে। পঞ্জাবের বিপক্ষে যখন শশাঙ্ক এবং আশুতোষের ব্যাটিংয়ে দিশেহারা মুম্বই বোলাররা, তখন বারবার রোহিতকে এসে বোঝাতে দেখা যায় কোয়েটজি, আকাশদের। বুমরাহ অবশ্য নিজের কাজটা ভালোভাবে পালন করেছিলেন,তাই তাঁকে আর নতুন করে কিছুই বোঝাতে হয়নি। একটা সময় এমন হয়, যে হার্দিক চলে যান বাউন্ডারি লাইনে। আর রোহিত মিড অফে দাঁড়িয়ে বোলারদের সঙ্গে কথা বলতে থাকেন। নিজের পছন্দের কাজ ফিরে পেতেই রোহিতও একটু সড়গড় হন।
বর্তমান এবং প্রাক্তন অধিনায়কের মেলবন্ধনে জয় আসতেই তাই একে অপরকে আনন্দে জড়িয়ে ধরেন দুজনে। দায়িত্বশীল ক্রিকেটার হিসেবে দুজনেই হয়ত বুঝছিলেন, তাঁদের ব্যক্তিগত সম্পর্কের জেরে দলের ভিতরে একটি খারাপ বার্তা যাচ্ছিল। রোহিত শর্মাকে বাউন্ডারি লাইনে পাঠানো যেমন সমর্থকদের রোষের কারণ হয়ে দাঁড়ায়, তেমনই আগুনে ঘৃতাহুতি করে প্রথম ম্যাচের পরই হার্দিকের ওপর রোহিতের বিরক্তি প্রকাশ। বাংলায় বহু প্রচলিত এক কথা, সংসারে অভাব থাকলে অশান্তি লেগেই থাকে। সেরকম পয়েন্টের অভাব মিটতেই মুম্বই ইন্ডিয়ান্সের সংসারে আপাতত শান্তি ফিরল।