আইপিএল ২০২৫-এর ৫২তম ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দরজা ভাঙতে চাইবেন বিরাট কোহলিরা। তবে রজত পতিদারদের সেই স্বপ্ন এখনই সফল নাও হতে পারে। এর কারণ হল বৃষ্টি। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংসের (CSK) এই উত্তেজনাপূর্ণ ম্যাচের ওপর বৃষ্টির হুমকি ঝুলে রয়েছে। অর্থাৎ এই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
গত দুই দিন ধরে বেঙ্গালুরুতে টানা বৃষ্টি হচ্ছে এবং ম্যাচের দিনেও সেই ধারা বজায় থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (IMD) জানিয়েছে, ‘বেঙ্গালুরুতে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।’
ESPNcricinfo–এর তথ্য অনুযায়ী, ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে দুই দলের প্রস্তুতিতেই বাধা হয়েছ। চেন্নাই বিকেল ৩টা থেকে অনুশীলন শুরু করলেও মাত্র ৪৫ মিনিট মাঠে থাকতে পেরেছিল, কারণ এরপরই বৃষ্টি শুরু হয়। পরবর্তীতে ৪.৩০টার দিকে আবার অনুশীলনে ফিরে আসে তারা।
আরও পড়ুন … ওর প্রতিভা দেখে আমি অভিভূত: কার কথা বললেন বাটলার? কোন ভারতীয় জিতলেন ব্রিটিশ তারকার মন?
অন্যদিকে, RCB বিকেল ৫টা নাগাদ অনুশীলনে আসে। বিরাট কোহলি ও দেবদূত পাডিক্কাল প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা অনুশীলন করেন, তারপরেই প্রবল বৃষ্টিতে তাদের অনুশীলন বন্ধ হয়ে যায়।
এইবার বৃষ্টি প্রায় তিন ঘণ্টা ধরে থামেনি, যার ফলে RCB–র অনুশীলন সেশন বাতিল করে দিতে হয়। পুরো সন্ধ্যা জুড়ে বজ্রসহ ঝড়বৃষ্টি এবং মাঝেমধ্যে বিদ্যুৎ চমক দেখা গেছে, যার ফলে শহরের বিভিন্ন অংশে জল জমে গিয়েছে এবং খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন … রেগে লাল শুভমন! মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গেই তর্কে জড়ালেন, গিলকে থামালেন বন্ধু অভিষেক
পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ইতিমধ্যেই প্লে-অফ দৌড় থেকে ছিটকে গেছে। তারা এবারের আইপিএলে দশ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে এবং বর্তমানে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে।
তবে RCB–র জন্য এই ম্যাচটি অত্যন্ত মূল্যবান, কারণ এটি জিতলেই তারা ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যেতে পারত। বর্তমানে বেঙ্গালুরু সাত জয় ও তিন পরাজয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। গত মাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত RCB বনাম পঞ্জাব কিংস ম্যাচটিও টানা বৃষ্টির কারণে ১৪ ওভারে নামিয়ে আনা হয়েছিল।
আরও পড়ুন … আমি নিজেও দোষী, ২০-৩০ রান বেশি দিয়ে ফেলেছি… GT-র বিরুদ্ধে হারের কারণ কী? কী বললেন SRH ক্যাপ্টেন কামিন্স?
২০২৪ সালে অনুষ্ঠিত রোমাঞ্চকর এক ম্যাচের পর এই প্রথমবার চিন্নাস্বামীতে মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই ও বেঙ্গালুরু। সেই ম্যাচে ২৭ রানে জিতে প্লে-অফে জায়গা করে নিয়েছিল RCB। চলতি আসরে RCB প্রথমবার চিপকে চেন্নাইকে ৫০ রানে হারিয়ে ২০০৮ সালের পর প্রথমবার চেন্নাইয়ের মাটিতে জয়ের স্বাদ পেয়েছিল। এবার সকলের নজর শনিবারের এম চিন্নাস্বামী স্টেডিয়ামের দিকে। এখন দেখার শেষ পর্যন্ত ম্যাচটি হয় নাকি সকলকে হারিয়ে দেয় বৃষ্টি।