বাংলা নিউজ > ক্রিকেট > বাপ কা বেটা- ছেলের খেলায় দ্রাবিড়ের ঝলক,Cooch Behar Trophy-তে ৯৮রানের ইনিংস, সামিতের কিছু শটে মুগ্ধ ক্রিকেট মহল- ভিডিয়ো
পরবর্তী খবর
বাপ কা বেটা- ছেলের খেলায় দ্রাবিড়ের ঝলক,Cooch Behar Trophy-তে ৯৮রানের ইনিংস, সামিতের কিছু শটে মুগ্ধ ক্রিকেট মহল- ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 21 Dec 2023, 03:11 PM ISTTania Roy
রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড় কোচবিহার ট্রফিতে কর্ণাটকের হয়ে খেলছেন। তিনি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ৯৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাঁর ইনিংসে রয়েছে ১৩টি চার এবং একটি ছক্কা। এই ইনিংসের সময়, সামিত কিছু দুর্দান্ত শট মারেন, যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রাহুল দ্রাবিড়ের ছেলের খেলায় মুগ্ধ ক্রিকেট মহল।
প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড় ছেলে সামিত একেবারে বাপ কে বেটা। দ্রাবিড় যেমন তাঁর কঠোর পরিশ্রম এবং দৃঢ় পারফরম্যান্সের ভিত্তিতে প্রথমে ঘরোয়া এবং তার পরে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছেন, তেমনই তাঁর ছেলেও ছোট্ট ছোট্ট পায়ে বাবার দেখানো পথেই এগিয়ে চলেছেন। সম্প্রতি সামিত দ্রাবিড় এমন একটি ইনিংস খেলেছেন, যাতে তাঁর প্রতিভা উপচে পড়েছে এবং নিজের যোগ্যতা তিনি প্রমাণ করেছেন।
রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড় কোচবিহার ট্রফিতে কর্ণাটকের হয়ে খেলছেন। তিনি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ৯৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাঁর ইনিংসে রয়েছে ১৩টি চার এবং একটি ছক্কা। এই ইনিংসের সময়, সামিত কিছু দুর্দান্ত শট মারেন, যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সামিতের এই ইনিংসের কারণে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে কর্ণাটক অনূর্ধ্ব-১৯ এই ম্যাচে এক ইনিংস এবং ১৩০ রানে জিতেছে।
প্রসঙ্গত, কোচবিহার ট্রফির ম্যাচে জম্মু ও কাশ্মীর প্রথমে ব্যাট করে। তারা মাত্র ১৭০ রান করতে সক্ষম হয়েছিল। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সামিত। কর্ণাটকের ইনিংসে পাঁচে ব্যাট করতে নেমে তিনি কার্তিকেয়া কেপির সঙ্গে চতুর্থ উইকেটে ২৩৩ রান যোগ করেন। কার্তিকেয় কেপি ১৭৫ বলে ১৬৩ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। সামিত এবং কার্তিকেয়ার দুর্দান্ত ইনিংসে ভর করে কর্ণাটক তাদের প্রথম ইনিংস ১০০ ওভারে ৫ উইকেটে ৪৮০ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জম্মি কাশ্মীর আবার ব্যাট হাতে ব্যর্থ হয় এবং ইনিংসের ব্যবধানে খেলা হেরে যায়।
রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড় ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করে চলেছেন। এই কারণেই তিনি রাজ্য স্তরের ক্রিকেটে ক্রমাগত সুযোগ পাচ্ছেন এবং এই সুযোগগুলিকে যথাযথ ভাবে কাজে লাগাচ্ছেন তিনি। সামিতের বয়স মাত্র ১৮ বছর। যদি তাঁর পারফরম্যান্স এভাবেই চলতে থাকে, তবে তিনি শীঘ্রই ভারতের অনূর্ধ্ব-১৯ দলে যোগ দিতে পারেন এবং আইপিএলেও দেখা যেতে পারে সামিত দ্রাবিড়কে।
রাহুল দ্রাবিড় তরুণদের একটি বাহিনী তৈরি করেছিলেন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, কোচিংয়ে যোগ দেন রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়ার আগে তিনি ভারতীয় এ এবং অনূর্ধ্ব-১৯ দলেরও কোচ ছিলেন। এই সময় কালে তিনি পৃথ্বী শ', শুভমন গিলের মতো খেলোয়াড়দের তৈরি করেছেন। শ্রেয়স আইয়ার এবং সঞ্জু স্যামসনের মতো বড় খেলোয়াড়দের সাফল্যে রাহুল দ্রাবিড়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।