আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার পর থেকেই ক্রিকেটাদের নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এই যেমন আহমেদ শেহজাদ দাবি করেছেন অধিনায়ক থাকার সময় নিজের ক্ষমতার জোরে নিজের বন্ধুদের দলে নিতেন বাবর আজম। তেমনই পাকিস্তানের প্রাক্তনীদের একাংশ বলেছেন মহম্মদ রিজওয়ান নাকি দলের সঙ্গে প্রতারণা করেছেন।
ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পাকিস্তান দলের অন্দরে মহম্মদ রিজওয়ানের সঙ্গে কোচ আকিব জাভেদের বিভিন্ন বিষয় নিয়ে মতান্তরের কথাও সামনে এসেছে। এরই মধ্যে এবার পাকিস্তানের খারাপ পারফরমেন্সের জন্য চেয়ারম্যান মহসিন নাকভির দিকে আঙুল তুললেন সেদেশের রাজনৈতিক নেতারা। ২৯ বছর পর দেশের মাটিতে আইসিসির ইভেন্ট হচ্ছে, আর সেখানে কিনা পাঁচ দিনের মধ্যেই টাটা বাই বাই হয়ে গেছে আয়োজক দেশের।
পাকিস্তানের জাতীয় অ্যাসেম্বলির বিরোধী দলনেতা এবং তেহরিক ই ইনসাফের নেতা ওমার আয়ুব এবার দাবি করলেন মহসিন নাকভির জন্যই দলের এই হাল। তাঁর পদত্যাগেরও দাবি তোলেন তেহরিক ই ইনসাফের এই নেতা। লাগাতার পাকিস্তান দল আইসিসি ইভেন্টে খারাপ পারফরমেন্স করায়, ওমার আয়ুব ম্যানেজমেন্টের কাছে দাবি জানান, যাতে নকভিকে দ্রুত পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, মহসিন নাকভিও পাকিস্তানের মন্ত্রী, ফলে তিনিও রাজনৈতিক ব্যক্তিত্ব। তবুও ক্রিকেটের দায়িত্ব সামলান।
এর আগেও মহসিন নাকভির বিরুদ্ধে পাকিস্তানের প্রাক্তনীদের একাংশ বিরক্ত ছিলেন। তাঁরা দাবি করেছিলেন পাকিস্তানের বোর্ডের প্রধান হওয়া সত্বেও নিজের দলের ক্রিকেট নিয়ে বেশি চিন্তা না করে লাহোর, মুলতানের মাঠ সাড়াইয়ের কাজেই বেশি নজর ছিল নকভির। এরপর পাকিস্তানের বিশ্রী পারফরমেন্সের পর ফের কাঠগড়ায় পিসিবি প্রধান।
নিউক্যাসেলকে উড়িয়ে EPL শীর্ষে রইল লিভারপুল! হটস্পার্স বধ সিটির, জিতল ম্যান ইউ! আটকে গেল আর্সেনাল
বৃহস্পতিবার পাকিস্তান বনাম বাংলাদেশের ম্যাচ রয়েছে। তবে দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচে তাঁদের কাছে নিয়মরক্ষার। যদিও পাকিস্তানের কাছে এই ম্যাচও গুরুত্বপূর্ণ, কারণ দেশের মাটিতে অন্তত একটি ম্যাচে জিতে তাঁরা অভিযান শেষ করতে চাইবে। এর আগে টি২০ বিশ্বকাপে আনকোরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে যায় তাঁরা। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপে ৯টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচে জিতেছিল বাবর আজমের পাকিস্তান।