শুভব্রত মুখার্জি: সদ্য আইসিসি-র ক্রমতালিকায় বোলারদের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছেন ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণোই। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি সদ্য টি-২০ বোলারদের যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় শীর্ষে উঠে এসেছেন রবি বিষ্ণোই। নবীন এই ক্রিকেটার বর্তমান সময়ে দুরন্ত ফর্মে রয়েছেন। আর তাঁর পুরস্কারস্বরূপ তিনি আইসিসির থেকে পেয়েছেন এই উপহার। তবে ক্রিকেট খেলা শুরু করার পরেও তিনি কোনও দিন যেটা স্বপ্নেও ভাবেননি এই জায়গায় পৌঁছাতে পারেন, সে কথাই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিষ্ণোই।
আরও পড়ুন: এখনও সময় আছে- 2024 T20 WC-এ রোহিতের নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ এড়িয়েই গেলেন জয় শাহ
প্রসঙ্গত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবে মাত্র টি২০ সিরিজে বেশ ভালো পারফরম্যান্স করেছেন রবি বিষ্ণোই। আর তাঁর পুরস্কার পেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বলতে গিয়ে রবি বিষ্ণোই জানিয়েছেন, ‘সত্যি বলতে (ক্রমতালিকায় এক নম্বরে উঠে আসা) এটা একটা অদ্ভুত অনুভূতি। অসাধারণ অনুভূতি। যে অনুভূতিটা আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। বিশ্ব ক্রিকেটে এক নম্বর বোলার হতে পারব, এটা কোনও দিন ভাবিনি। স্বপ্নেও ভাবিনি আমি এটা। তবে এখন যখন এখানে পৌঁছেই গিয়েছি, তখন এটা এক অনবদ্য অনুভূতি। যা আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চাই।’
আরও পড়ুন: WPL 2024 এক রাজ্যেই অনুষ্ঠিত হবে- সাফ জানালেন জয় শাহ, সঙ্গে IPL কবে থেকে শুরু হবে, তা নিয়ে দিলেন বড় আপডেট