মুম্বইয়ের বিরুদ্ধে কি মধুর প্রতিশোধ নিতে পারবে বিদর্ভ? উত্তর মিলবে আর একদিনের মধ্যেই। সোমবার থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফির সেমিফাইনালে এবারে মুখোমুখি হয়েছে গতবারের দুই ফাইনালিস্ট মুম্বই এবং বিদর্ভ দল। এই মূহূর্তে যা অবস্থা তাতে সামান্য অ্যাডভান্টেজ বিদর্ভ, তবে ব্যাটাররা যদি ভালো কিছু করে দেখাতে পারে, তাহলে ফের একবার ফাইনালের টিকিট হাতে পেতে পারে মুম্বই।
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
চতুর্থ দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ৮৩। তাঁদের সামনে লক্ষ্যমাত্রা ৪০৬ রান। অর্থাৎ এখনও তাঁদের জয়ের জন্য দরকার ৩২৩ রান, হাতে রয়েছে ৯১ ওভার। অর্থাৎ ওভারটা তাঁদের কাছে খুব একটা বড় বিষয় নয়। কিন্তু উইকেট হাতে রেখে এই রান চেজ করে ম্যাচ জেতা কঠিন হতে চলেছে আজিঙ্কা রাহানের দলের কাছে।
আসলে মুম্বই দল প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিল। বিজর্ভ যেখানে প্রথম ইনিংসে ৩৮৩ রান করেছিল, সেখানে মুম্বইয়ের ইনিংস শেষ হয়ে গেছিল মাত্র ২৭০ রানে। অর্থাৎ ১১৩ রানের লিড পায় বিদর্ভ। সেই কারণে এমনিতেই তাঁরা ম্যাচে এগিয়ে থেকে শুরু করে। তারপর দ্বিতীয় ইনিংসেও বিদর্ভ করে ২৯২ রান। ফলে তাঁদের দেওয়ার টার্গেটও অনেকটা বেড়ে যায়।
আরও পড়ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
এই ম্যাচে মুম্বইয়ের হয়ে খেলছেন ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদব, শিবম দুবেরা। আর তাঁরা দুজনেই এখনও আউট হননি, যা একটু স্বস্তি দেবে মুম্বই অধিনায়ককে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮ রানে আউট হন আয়ুষ মাত্রে, ২ রানে সাজঘরে ফেরেন সিদ্ধেশ লাড। অধিনায়ক রাহানেও বড় রান পাননি। গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি আউট হন ১২ রানে। আপাতত উইকেটে রয়েছেন শিবম দুবে এবং আকাশ আনন্দ।
আরও পড়ুন- ‘ভারতকে হারানো টার্গেট নয়, চাইব ট্রফি জিততে’! বলছেন পাক সহ অধিনায়ক! আগেই হার মানলেন?
১২ রানে উইকেটে অপরাজিত রয়েছেন শিবম দুবে, ওপেনার আকাশ আনন্দ খেলছেন ২৭ রানে। যা পরিস্থিতি তাতে এই জুটিকে পঞ্চম দিনের শুরু ভালো কিছু করে দেখাতেই হবে। নাহলে এই ম্যাচ মুম্বইয়ের পক্ষে বের করা এবং কাপ ডিফেন্ড করার জন্য ফাইনালে ওঠা বেশ কঠিন হতে চলেছে। এরপর ব্যাটার বলতে রয়েছেন সূর্যকুমার যাদব, শামস মুলানি, তনুষ কোটিয়ান এবং শার্দুল ঠাকুর। কিন্তু এদের মধ্যে তিনজনই অলরাউন্ডার।