বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে ভারতীয় নির্বাচক কমিটি, বোমা ফাটালেন প্রাক্তন ক্রিকেটার তথা ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য কৃষ্ণমাচারী শ্রীকান্ত। নিজের জীবনে দাপুটে ওপেনার হিসেবে পরিচিত ছিলেন তিনি। ফলে ওপেনিংয়ের বিষয়টা তিনি যে অজিত আগরকরদের থেকে বেশি ভালো বোঝেন, সেকথা বলার অপেক্ষা রাখে না। রোহিত শর্মার সঙ্গে সম্ভাব্য ওপেনার হিসেবেই ১৫ জনের স্কোয়াডে রাখা হয়েছে যশস্বী জয়সওয়ালকে। আগেই শ্রীকান্ত জানিয়েছিলেন, রিঙ্কু সিংকে প্রয়োজনে যশস্বীর পরিবর্তে দলে নেওয়া উচিত ছিল। ফলে একটা কথা জলের মতো পরিষ্কার, তাঁর এই ওপেনিং জুটি হয়ত একদমই পছন্দে হয়নি। এবার ফের তিনি অভিযোগ করলেন দলে ক্রিকেটার নেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্বের। অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি কেন শুভমন গিল অফ ফর্মে থাকা সত্বেও তাঁকে রিজার্ভ স্কোয়াডে রেখেছেন সেই প্রশ্নই তুলেছেন এই প্রাক্তন ক্রিকেটার।
আরও পড়ুন-IPL 2024-‘ওদের পাত্তা দিও না’, বিরাটকে পরামর্শ প্রাক্তন কিউয়ি তারকার
টি২০ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১ মাসের অপেক্ষা। ৫ই জুন আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তাঁর আগে আইসিসির নিয়ম অনুযায়ী ভারতীয় দল ১ মে-র আগেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে। কিন্তু এই দল ঘোষণার পর থেকেই মুণ্ডপাত করা হচ্ছে আগরকরদের। কারণ বিরাট কোহলি ইস্যুতে ঝুঁকি না নিলেও তাঁরা রিঙ্কু সিংকে বাদ দিয়ে সকলকেই অবাক করে দিয়েছেন। এদিকে কৃষ্ণমাচারী শ্রীকান্ত প্রশ্ন তুলেছেন শুভমন গিলের রিজার্ভে থাকা নিয়েও। ভালো পারফর্ম করা সত্বেও রুতুরাজ গায়েকওয়াড় ডাক পেলেন না, অথচ ছন্দে না থাকা সত্বেও কোন যুক্তিতে গিলকে রাখা হল, এই প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন-ICC T20 World Cup- ‘দেশের হয়ে খেলা আমার গন্তব্য নয়’, কেন এমন বললেন ঋষভ পন্ত?
এক সাক্ষাৎকারে প্রাক্তন ওপেনার বলেছেন, ‘ ১৭ টি২০ ম্যাচে ৫০০-র ওপর রান করেছে রুতুরাজ, ওর তো এই দলে থাকা উচিত ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানও ছিল। সেখানে শুভমন গিল তো রানের মধ্যেই নেই। একদমই অফ ফর্মে রয়েছে। গিল নির্বাচকদের প্রীয় পাত্র। সেই কারণে বারংবার ব্যর্থ হলেও নির্বাচকরা তাঁকে সুযোগ দেন, সে টেস্ট হোক অথবা টি২০, ওডিআই। এখানে একটু বেশিই নিজেদের পছন্দ অপছন্দের ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে’।
আরও পড়ুন-টানা পাঁচ ম্যাচে হার ধোনির দলের, অবাক কাণ্ড ঘটাল পঞ্জাব কিংস!
আইপিএলে বর্তমানে সর্বোচ্চ রানের মালিক চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়েকওয়াড়ই। অথচ তিনি টি২০ বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়াতেই অবাক শ্রীকান্তসহ অনেকেই। প্রীয় পাত্রদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে একটু বেশি বাড়াবাড়ি করা হচ্ছে বলে অভিযোগ করলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত।