বাংলা নিউজ > ক্রিকেট > ENG vs WI: ওয়ার্নের থেকে চার উইকেট কমে নিয়েই থামলেন অ্যান্ডারসন,ইনিংসে উইন্ডিজকে হারিয়ে জিমিকে স্মরণীয় বিদায় ইংল্যান্ডের

ENG vs WI: ওয়ার্নের থেকে চার উইকেট কমে নিয়েই থামলেন অ্যান্ডারসন,ইনিংসে উইন্ডিজকে হারিয়ে জিমিকে স্মরণীয় বিদায় ইংল্যান্ডের

ওয়ার্নের থেকে চার উইকেট কমে নিয়েই থামলেন অ্যান্ডারসন,ইনিংসে উইন্ডিজকে হারিয়ে জিমিকে স্মরণীয় বিদায় ইংল্যান্ডের।

James Anderson's farewell Test: শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে এক ঘণ্টার একটু বেশি সময়ের মধ্যেই জয় ছিনিয়ে নেয় ব্রিটিশরা। এক ইনিংস এবং ১১৪ রানের উইন্ডিজকে হারিয়ে জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখলেন বেন স্টোকসরা।

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পরেই বোঝা গিয়েছিল যে, লর্ডস টেস্টে ইংল্যান্ডের জয়টা সময়ের অপেক্ষা হয়ে দাঁড়িয়েছে। আর শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে এক ঘণ্টার একটু বেশি সময়ের মধ্যেই জয় ছিনিয়ে নেয় ব্রিটিশরা। এক ইনিংস এবং ১১৪ রানের উইন্ডিজকে হারিয়ে জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখলেন বেন স্টোকসরা

লর্ডস টেস্ট কার্যত ছিল অ্যান্ডারসনেরই টেস্ট। ৪১ বছর বয়সী ইংলিশ ফাস্ট বোলার আগেই ঘোষণা করে দিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লডর্সের এই টেস্টটি তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ হবে। তাই প্রথম দিন থেকেই ম্যাচটি হয়ে যায় অ্যান্ডারসনের টেস্ট। আর তৃতীয় দিন ইংল্যান্ডের জয় যে কার্যত নিশ্চিত, তা ধরে নিয়েই, এদিন খেলা শুরু হওয়ার আগে ইংল্যান্ডের তারকা ফাস্টবোলারকে দেওয়া হয় বিশেষ সম্মান। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ উভয় দলই অ্যান্ডারসনকে গার্ড অফ অনার দেয় এদিন।

আরও পড়ুন: KKR-এ গম্ভীরের পরিবর্ত কে? উঠে এল নাইট জার্সিতে IPL জয়ী প্রোটিয়া প্লেয়ারের নাম

উইন্ডিজ দল কিংবদন্তি পেসারকে গার্ড অফ অনার দেওয়ার পরিকল্পনা করেছিল, যখন তিনি প্রথম ইনিংসের শেষে ব্যাট করতে নেমেছিলেন। তবে শোয়েব বশিরকে সরাসরি থ্রো-তে রানআউট করার সেলিব্রেশনে এতটাই মেতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ যে, অ্যান্ডারসনের কথা দলের প্লেয়ারদের মাথা থেকেই বের হয়ে গিয়েছিল। তাই তৃতীয় দিনের ম্যাচ শুরুর আগে জিমিকে সেই সম্মানটা জানাতে ভোলেননি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। সঙ্গে ছিলেন ইংল্যান্ডের খেলোয়াড়রাও।

আর নিজের শেষ টেস্টের শেষ মুহূর্তকে অ্যান্ডারসনও নিজের মতো করে রাঙিয়ে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ৬ উইকেটে ৭৯ রান নিয়ে। দিনের ১৪তম ওভারেই উইকেট হারায় উইন্ডিজ। সেই উইকেটটি তুলে নেন অ্যান্ডারসনই। অ্যান্ডারসনের বলে জোশুয়া ডা'সিলভার (৯) শট ব্যাটের কানায় লেগে চলে যায় জেমি স্মিথের গ্লাভসে। প্রসঙ্গত, দ্বিতীয় দিন তিনি উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েটকে বোল্ড করেছিলেন। এবং আলিক আথানাজেকেও ফিরিয়েছিলেন সাজঘরে। আর তৃতীয় দিন জোশুয়াকে ফিরিয়ে তিনি এই ইনিংসে তাঁর তৃতীয় উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে নিয়েছিলেন এক উইকেট। বিদায়ী টেস্টে দুই ইনিংস মিলিয়ে জিমি মোট ৪ উইকেট তুলে নেন।

আরও পড়ুন: T20I-তে ভারতের অধিনায়ক হতে পারেন হার্দিক, শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI সিরিজে নেতৃত্বে সম্ভবত রাহুল- সূত্র

প্রসঙ্গত, অ্যান্ডারসন প্রথম পেসার হিসাবে টেস্টে ৭০০-এর বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন। টেস্ট ক্রিকেটে তাঁর মোট উইকেট সংখ্যা ৭০৪। সব মিলিয়ে টেস্ট সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় জিমি রয়েছেন তিনে। তাঁর আগে রয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিথরন (৮০০) এবং অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন (৭০৮)।

এর পর খুব দ্রুত আলজারি জোসেফ (৮) এবং সামার জোসেফকে (৩) সাজঘরে ফেরান গাস অ্যাটকিনসন। পরে জয়ডেন সিলসের (৮) উইকেটও তুলে নেন অ্যাটকিনসন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নেন তিনি। অভিষেক টেস্টে সব মিলিয়ে ১২ উইকেট নিলেন অ্যাটকিনসন। প্রথম ইনিংসে ৪৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬১ রানে নেন ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ শুক্রবার তাদের শেষ চার উইকেট হারায় মাত্র ৫৭ রানে। সেই সঙ্গে লজ্জাজনক ব্যবধানে হেরে বসে তারা। উইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৬ রানেই অলআউট হয়ে যায়।

আরও পড়ুন: শতরানের পরেই ম্যাচেই ওপেনার থেকে তিনে ব্যাট করতে নেমে কোহলির দুঃখের নজির ছুঁলেন অভিষেক, শুভমনকে স্বার্থপর তকমা নেটপাড়ার

গুডাকেশ মোতি ৩১ করে অপরাজিত থাকেন। উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে এটাই তাদের দলের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর। এছাড়া আথানাজে ২২ করেছেন, জেসন হোল্ডার ২০ রান করেন, ১৪ করেছেন মিকাইল লুইস। এর বাইরে বাকিরা কেউ এক অঙ্কের গণ্ডিও টপকাতে পারেননি। ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসনের ৩ উইকেট এবং অ্যাটকিনসনের ৫ উইকেট ছাড়াও, বেন স্টোকস নিয়েছেন ২ উইকেট।

লর্ডস টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তারা তাদের প্রথম ইনিংসে মাত্র ১২১ রানেই গুটিয়ে গিয়েছিল। সর্বোচ্চ ২৭ রান করেছিলেন লুইস। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৭১ রানে অল আউট হয়ে যায়। সেই রান দ্বিতীয় ইনিংসেও পার করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। এক ইনিংস এবং ১১৪ রানের বিশাল ব্যবধানে তারা হেরে বসল।

ক্রিকেট খবর

Latest News

ডায়মন্ডহারবার পুলিশ জেলাকে ৫০০ সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে, কেন? ভুল করেও মাইক্রোওয়েভে রাখবেন না এই ৫টি জিনিস, যেকোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা ‘কাল হো না হো’, শেষ ভিডিয়োয় বউয়ের জন্যে শাহরুখ হয়েছিলেন নিহত নৌসেনা অফিসার আবার বন্ধ থাকতে চলেছে হাওড়া পুর এলাকার জল পরিষেবা, বিজ্ঞপ্তিতে চাপ বাসিন্দাদের বৈশাখ অমাবস্যার আগে দৈত্যগুরু শুক্রের গোচরে ৩ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে পাকিস্তানের সঙ্গে ICC-র কোনও টুর্নামেন্টেও খেলবে না ভারত? BCCI-এর বড় পদক্ষেপ জঙ্গিহানায় নিহত বিতান-সমীরের শেষকৃত্যে রুদ্রনীল, লিখলেন, ‘আর কোনও ভণ্ড…’ ‘রক্তবীজ ২’-এ কেবল মিমি নন, থাকছেন কৌশানিও! কোন চরিত্রে দেখা যাবে তাঁকে? প্রচণ্ড গরমেও অফিসের ফর্মাল শার্ট হবে কমফোর্টেবল! শুধু খেয়াল রাখুন এই টিপস পহেলগাঁও হামলার মাঝে ভারতের 'টুঁটি চাপার' দাবি ঢাকায়, হাই কমিশনের উদ্দেশে মিছিল

Latest cricket News in Bangla

পাকিস্তানের সঙ্গে ICC-র কোনও টুর্নামেন্টেও খেলবে না ভারত? BCCI-এর বড় পদক্ষেপ ভিডিয়ো: ইফতিখারের বিরুদ্ধে চাকিং-এর অভিযোগ তুললেন মুনরো, রেগে লাল রিজওয়ান ভারতের হয়ে খেলার আগেই ইমরানের পাকিস্তানের হয়ে মাঠে নামেন সচিন- জানুন অজানা গল্প ছোটবেলায় সচিন ব্যাট করার সময় কেন মিডল স্টাম্পে ১ টাকার কয়েন রাখতেন গুরু আচরেকর? ২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর গ্যালারিতে বসে পরীক্ষার খাতা দেখছেন শিক্ষিকা, কত নম্বর দিলেন জানা গেল কিছু? সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর

IPL 2025 News in Bangla

২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.