কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে মাঠে নেমেই ঝড় তুললেন ফিল সল্ট। রবিবার ইডেন গার্ডেন্সে মরশুমের প্রথম প্র্যাকটিস ম্যাচে মাত্র ৪১ বলে ৭৮ রান করেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার। তাছাড়া রান পেয়েছেন নীতীশ রানা, রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, অঙ্গকৃষ রঘুবংশী। ব্যাটারদের রানের ফোয়ারার মধ্যে বরুণ চক্রবর্তী ছাড়া কোনও বোলার অবশ্য তেমন দাগ কাটতে পারেননি। ৪০ রান দিয়ে দু'উইকেট নেন বরুণ। আর সেইসব পারফরম্যান্সের সুবাদে শেষপর্যন্ত টিম পার্পলকে পাঁচ রানকে হারিয়ে দিয়েছে সল্টদের টিম গোল্ড। যে দলে ছিলেন বেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, মণীশ পাণ্ডে, নীতীশ রানা, রিঙ্কু সিং, রামনদীপ সিং, আন্দ্রে রাসেল, বৈভব অরোরা, শাকিব হুসেনরা। প্রস্তুতি ম্যাচে ৪০ ওভারে মোট ৪৬৯ রান ওঠে।
রবিবার ইডেনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম গোল্ড। সেই দলের হয়ে ওপেনিংয়ে নেমেই ঝড় তোলেন সল্ট। বেঙ্কটেশ আইয়ার (১৪ বলে ১৭ রান) তেমন দাগ কাটতে না পারলেও সল্টের সুবাদে পাঁচ ওভারেই বিনা উইকেটে ৫২ রান তুলে ফেলে টিম গোল্ড। শেষপর্যন্ত ৪১ বলে ৭৮ রান করেন সল্ট। ৩০ বলে অপরাজিত ৫০ রান করেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক নীতীশ। শেষে ব্যাটিং করতে নেমে ১৬ বলে ৩৭ রান করেন রিঙ্কু। তবে তেমন দাগ কাটতে পারেননি রাসেল। পাঁচ বলে ১৩ রান করেন। ১৬ বলে ১৯ রান করেন রামনদীপ। শূন্য রানে আউট হয়ে যান। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ২৩৭ রান তোলে টিম গোল্ড।
সেই রান তাড়া করতে নেমে টিম পার্পলের হয়ে দারুণ খেলেন পাণ্ডে। প্রথম ইনিংসে ‘ডাক’ করলেও ২৩ বলে অর্ধশতরান করেন। শেষপর্যন্ত ২৪ বলে ৫১ রান করেন। ১১ বলে ২৭ রান করেন বেঙ্কটেশ। রামনদীপ চার বলে ১৬ রান করেন। ১৪ বলে ৩৫ রান করেন রাসেল। ২৭ বলে ৪৮ রান তরুণ অঙ্গকৃষ। তবে শেষপর্যন্ত পাঁচ রানে হেরে যায় টিম পার্পল।
আরও পড়ুন: কলকাতায় চলে এলেন IPL এর সবথেকে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক! হাসি মুখে যোগ দিলেন KKR শিবিরে
বরুণের স্পেল
টিম পার্পলের হয়ে বল করে দুটি উইকেট নেন বরুণ। আউট করেন মণীশ এবং বেঙ্কটেশকে। উইকেটের সংখ্যা আরও বাড়তে পারত। প্রথম ওভারের প্রথম বলেই সল্টকে আউট করেন। কিন্তু সেটা নো-বল হয়েছিল। দ্বিতীয় বলে বেঙ্কটেশের ক্যাচ পড়ে যায়। তৃতীয় বলে এলবিডব্লু হয়ে যান বেঙ্কটেশ। চতুর্থ বলে কোনও রান হয়নি। পঞ্চম বলে পাণ্ডেকে বোল্ড করে দেন বরুণ। ষষ্ঠ এবং সপ্তম বল ডট হয়।