বাংলা নিউজ > ক্রিকেট > আমারও বয়স হচ্ছে- IPL-এ নিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে কী ইঙ্গিত করলেন অশ্বিন?
পরবর্তী খবর
আমারও বয়স হচ্ছে- IPL-এ নিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে কী ইঙ্গিত করলেন অশ্বিন?
1 মিনিটে পড়ুন Updated: 24 May 2024, 04:23 PM ISTTania Roy
Indian Premier League 2024: এলিমিনেটরে রাজস্থানের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে গোটা আইপিএলে অশ্বিন যে খুব আহামরি পারফরম্যান্স করেছেন, তা নয়। তার জন্য নিজের শারীরিক কারণকেই দায়ী করেছেন তারকা স্পিনার। তিনি বলেছেন যে, মরশুমের প্রথমার্ধে তাঁর শরীর ঠিকঠাক ছিল না।
Ad
আমারও বয়স হচ্ছে- IPL-এ নিজের পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে কী ইঙ্গিত করলেন অশ্বিন? ছবি: এএনআই
বুধবার ২০২৪ আইপিএলের এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চার উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের এই জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে গোটা আইপিএলে অশ্বিন যে খুব আহামরি পারফরম্যান্স করেছেন, তা নয়। তার জন্য নিজের শারীরিক কারণকেই দায়ী করেছেন তারকা স্পিনার। তিনি বলেছেন যে, মরশুমের প্রথমার্ধে তাঁর শরীর ঠিকঠাক ছিল না। তাই ছন্দে ফিরতে তাঁর কিছুটা সময় লেগেছে। পাশাপাশি টেস্ট ক্রিকেট খেলে কুড়ি ওভারের ক্রিকেটে লড়াই করার মতো শরীরকে তৈরি করতে সময় দিতে হয়েছে।
রাজস্থান রয়্যালস এবার আইপিএলের লিগ পর্বের শেষ চারটি ম্যাচ টানা হেরে পয়েন্ট টেবলের তিনে শেষ করে। যে কারণে তাদের এলিমিনেটরে খেলতে হয়। আর সেই ম্যাচে আরসিবি-কে হারিয়ে তারা কোয়ালিফায়ার টু-এ জায়গা করে নিয়েছে। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু-র ম্যাচ খেলবে রাজস্থান।
লিগের শেষ চার ম্যাচে হারের কারণ ব্যাখ্যা করলেন অশ্বিন
তবে লিগের শেষ চারটি ম্যাচে টানা হারের কারণ হিসেবে অশ্বিনের যুক্তি, ‘বাটলার দেশে ফিরে গিয়েছে। হেতমায়েরের চোট রয়েছে। কিন্তু আমাদের মনে হয়েছিল, যে কোনও মূল্যে এই রানটা করতেই হবে। না হলে আত্মবিশ্বাস তলানিতে চলে যাবে। প্রত্যেকে নিজেদের উজাড় করে দিয়েছে।’
আরসিবি-কে হারানোর পর অশ্বিন নিজের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘আমি অনুভব করেছি যে, এবার আইপিএলের প্রথমার্ধে আমার শরীর খুব একটা ভালো ছিল না। আমার পেটেও চোট ছিল। আমারও বয়স হয়েছে। আসলে টেস্ট ক্রিকেট খেলে কুড়ি ওভারের ক্রিকেটে লড়াই করতে হলে শরীরকে সেই মতো তৈরি করে নিতে হয়। আমি তাই সময় নিয়েই বেশ কয়েকটি ম্যাচে কম বোলিং করেছি। এখন সমস্যা নেই। বল হাতে ছন্দ ফিরে পেতে আমার কিছুটা সময় লেগেছে। কিন্তু একবার আপনি ছন্দ পেয়ে গেলে, তখন সেটা গোটা মরশুম ধরে রাখতে চাইবেন।’
কোয়ালিফায়ার-টু-এর আগে হায়দরাবাদকে নিয়ে সাবধানী অশ্বিন। বলেছেন, ‘এবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ভয়ডরহীন ক্রিকেট খেলছে। তাই ওদের মুখোমুখি হওয়াটা আমাদের কাছে একটা বড় পরীক্ষা। তবে আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি।’