Bengal Cricketer in IPL 2024: বিগত কয়েক বছর ধরে আইপিএল-এ সেভাবে কোনও ক্রিকেটারকেই দেখা যাচ্ছে না। মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা ছাড়া আর কাউকে ধারাবাহিকভাবে খেলতে দেখা যায়নি। তাও ঋদ্ধি এখন ভিন রাজ্যের হয়ে খেলছেন। আসলে অন্যান রাজ্য থেকে যেভাবে ক্রিকেটাররা উঠে আসছেন সেভাবে বাংলার ক্রিকেটারদের দেখা যাচ্ছে না। শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, আকাশদীপরা নিজেদেরকে তুলে ধরলেও কোনও ব্যাটার সেভাবে সুযোগই পাচ্ছেন না। আইপিএল ২০২৪-এর মিনি নিলামেও দেখা গেল সেই ছবি। বাংলা থেকে নিলামে নাম লিখিয়েছিলেন ইশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, শশাঙ্ক সিংহ, ঋত্বিক চট্টোপাধ্যায়, মহম্মদ কাইফ, কৌশিক মাইতি, শাকির গান্ধী ও রবি কুমাররা। নিলামের টেবিলে ছিলেন কলকাতার দুই প্রতিনিধি। দিল্লি দলের পক্ষ থেকে নিলামে অংশ নেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে লখনউ দলের মালিক কলকাতার প্রসিদ্ধ ব্যবসায়ী সঞ্জীব গোয়েঙ্কাও উপস্থিত ছিলেন। কিন্তু বাংলার কোনও ক্রিকেটারের জন্যই দর হাঁকাল না শাহরুখ খানের KKR, সঞ্জীব গোয়েঙ্কার LSG, সৌরভ গঙ্গোপাধ্যায়ের DC।
শশাঙ্ক সিং বাদে বাংলা দলের কোনও ক্রিকেটার দল পেলেন না। ইশান ও ঋত্বিক। দু'জনেই অতীতে পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। কিন্তু তাঁদের মধ্যে প্রথম একাদশে খেলেছেন একমাত্র ইশান। সুদীপ ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন। বিজয় হজারে ট্রফিতে বাংলার অধিনায়ক ছিলেন তিনি। এমনকি আর্কষণ ছিল মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফকে নিয়েও। কিন্তু নিলামে কোনও ফ্রাঞ্জাইজি তাদের প্রতি আগ্রহ দেখাল না। ফলে শামির ভাইও দল পেলেন না, তাঁর নামের পাশেও লেখা থাকল আনসোল্ড।
তবে এবারই প্রথম নয়, কলকাতায় বাঙালি ক্রিকেটাররা কয়েক বছর ধরেই ব্রাত্য হয়েছেন, মনে করা হয়েছিল তরুণ উইকেটরক্ষক গান্ধী হয়তো কেকেআরে সুযোগ পাবেন। কিন্তু ভেঙ্কি মাইসোর, গৌতম গম্ভীররা বাংলার ক্রিকেটারদের নিয়ে মুখ খুললেন না। ফলে একরাশ হতাশাই থাকল বাংলার ঝুলিতে। বাংলার এমন হাল দেখে অনেকেই প্রশ্ন করেছেন। বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারিও বলেছেন যে কেন যে বাংলার ক্রিকেটারদের নাম উঠল না। তিনি মনে করেন কেকেআর, বাংলার দু-একজন বাংলার ক্রিকেটারদের নিতেই পারত।
ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলার হতাশা একই রইল। কিছুদিন আগেই অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। বাংলা থেকে কোনও ক্রিকেটারই জায়গা পাননি সেই দলে। আইপিএলে বাংলার হাতে গোনা কয়েকজন খেলছেন। তাঁরা প্রতিষ্ঠিত ক্রিকেটার। মুকেশ কুমার, অভিষেক পোড়েলরা গত মরশুমেই সুযোগ পেয়েছেন। এ বারের নিলামে বাংলার বেশ কয়েকজন ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। তাদের নাম ডাকা হল না। এখন দেখার এবার সিএবি বা বাংলার ক্রিকেট কী সিদ্ধান্ত নেয়। কারণ এখন হয়তো গর্জে ওঠার সময় এসেছে।