আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপে খাদের কিনারায় দাঁড়িয়ে ভারতীয় দল। এমন এক পরিস্থিতিতে টিম ইন্ডিয়া দাঁড়িয়ে, যেখানে তাঁদের ভাগ্যই নির্ভর করছে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের ওপর। যদিও পাকিস্তান শিবির টি২০ বিশ্বকাপের ম্যাচে কিউয়িদের হারিয়ে দেয়, তাহলেই হরমনপ্রীত কৌর ব্রিগেডের কাছে সুযোগ চলে আসবে সেমিফাইনালে ওঠার।
আরও পড়ুন-‘স্পেনে শেষ ম্যাচ দেখতে যাব, রাফার জন্য আমার সেরাটা বেরিয়ে এসেছে’, পোস্ট জোকারের
এই মূহূর্তে ভারত এবং নিউজিল্যান্ড দুই দলেরই পয়েন্ট সংখ্যা ৪। তবে ভারত খেলে ফেলেছে নিজের চতুর্থ ম্যাচ, আর কিউয়িরা খেলেছে নিজেদের তৃতীয় ম্যাচ। তবে নেট রান রেটের নিরিখে সামান্য এগিয়ে রয়েছে ভারত। যদিও এখানেও রয়েছে অঙ্ক, যদি পাকিস্তান আবার বিশাল ব্যবধানে কিউয়িদের হারিয়ে দেয়, তাহলে তাঁরা আবার ভারত-নিউজিল্যান্ডকে টপকেও দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। অস্ট্রেলিয়া সব ম্যাচ জিতে শীর্ষ রয়েছে।
একাই লড়লেন হরমনপ্রীত, বাকিরা সঙ্গ দিলেন কই?
অস্ট্রেলিয়া ম্যাচে ৯ রানে হারটা কার্যত টি২০ বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে দাঁড় করিয়েছে ভারতকে। একটা সময় মনে হয়েছিল খেলা হাতের নাগালেই রয়েছে। কিন্তু দীপ্তি শর্মা এবং হরমনপ্রীত কৌর, জুটি রান তুলতে গিয়ে রান রেটের কথা বেশি ভাবলেন না। শেষদিকে একা হরমনপ্রীতের ঘাড়ে সব দায়িত্ব এসে পড়তেই তিনি ফিনিশ করতে পারলেন না ম্যাচ। ৪৭ বলে ৫৪ রান করেন তিনি।
আরও পড়ুন-নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার…
‘অলরাউন্ডাররাই পার্থক্য গড়ে দিল’
ম্যাচ হারের পর ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর স্বীকার করে নিলেন, অস্ট্রেলিয়া ম্যাচে বেশ কয়েকটা ভুলই করেছে তাঁর দল। তাঁর কথায়, ‘এই ম্যাচে মূলত যদি দেখা যায় অলরাউন্ডাররাই পার্থক্য গড়ে দিয়েছে। উইকেট বুঝে অস্ট্রেলিয়া খুব ভালো খেলেছে। অজিরা শুধু ব্যাটার বা বোলার নির্ভর দল নয়। ওরা ফিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের একদমই অতিরিক্ত রান নিতে দেয়নি। ’।
আরও পড়ুন-‘আমি ব্যাটার, ব্যাট করে বাড়ি চলে যাব’, গলি ক্রিকেটের স্মৃতি ফেরালেন পন্ত…
‘লুজ বল কাজে লাগাতে পারলাম না’
হরমনপ্রীত আরও বলছেন, ‘ম্যাচের আগেই আমরা জানতে পারি আশা শোভনার চোটের কথা। রাধা যাদব তৈরিই ছিল ম্যাচের জন্য। এরকমই হতেই পারে কখনও কখনও, এগুলো কিছু করার থাকে না। আমরা পরিবেশকে ঠিকঠাকই রিড করতে পেরেছিলাম, কিন্তু দীপ্তির শর্মার সঙ্গে আমার জুটির সময় অজিদের বেশ কয়েকটা বাজে বলকে আমরা কাজে লাগাতে পারিনি। এখন তো ভারতের সেমিফাইনাল খেলা আর আমাদের হাতে নেই, তবে নিশ্চয় আর একবার সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব ’।