চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের ৫টি ম্যাচের টেস্ট সিরিজ। নিজেদের মতো প্রস্তুতি সারছে দুই দলই। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলে হাত ঝালিয়ে নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। অন্যদিকে ভারতের মাটিতে খেলতে আসার আগে আবু ধাবিতে নিজেদের তৈরি করছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তবে ভারতে আসার আগে বড়সড়ো ঝটকা খেলো ইংরেজ শিবির। পারিবারিক কারণে প্রস্তুতি শিবির থেকে দেশে উড়ে যাচ্ছেন তারকা ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক। পুরো সিরিজের জন্যই তাকে দলে পাবে না ইংল্যান্ড। নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
রোহিত শর্মাদের বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ড বড়সড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিগত ১২ বছর ধরে ভারতের সফরকারী কোনও ইংল্যান্ড ক্রিকেট দল সিরিজ জিততে পারেনি। সেই দিক থেকে হ্যারির দলে না থাকা বেশ চাপে রাখবে ইংল্যান্ডকে। বিগত ১২টি টেস্ট ম্যাচে ইংল্যান্ডের ভরসাযোগ্য ব্যাটার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন ব্রুক। শেষ ১৮ মাসে ১২টি টেস্ট ম্যাচ খেলে ১১৮১ রান করেছেন এই ব্যাটার। তাঁর গড় ৬২.১৬। স্ট্রাইক রেট ৯১.৭৬।
আজ ইংল্যান্ড বোর্ডের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাওয়া যাচ্ছে না হ্যারি ব্রুককে। ব্যক্তিগত কারণে দেশে ফিরে যেতে হচ্ছে ওকে। ভারতের বিরুদ্ধে পুরো সিরিজে ওকে পাওয়া যাবে না।' বোর্ডের তরফ থেকে আরও জানানো হয়েছে, 'হ্যারি এবং তাঁর পরিবার এই সময় পুরোপুরি একান্তে থাকার জন্য অনুরোধ করেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের এই অনুরোধটি সম্মান করে এর সঙ্গে মিডিয়াকেও অনুরোধ করা হচ্ছে। তাদের ব্যক্তিগত পরিসরকে জনসাধারণের সামনে না আনার জন্য।'
২০২২ সালের শেষের দিকে উপমহাদেশীয় উইকেটে পাকিস্তানের বিরুদ্ধে শেষের দিকে অসাধারণ পারফরম্যান্স করেন হ্যারি। পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি ইনিংসে ৪৬৮ রান করেন তিনি। গড় ছিল ৯৩.৬০। স্বাভাবিকভাবেই হাঁটির পরিবর্তন ক্রিকেটারের নাম খুব তাড়াতাড়ি ঘোষণা করবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বেন স্টোকসের নেতৃত্বাধীন দল হায়দরাবাদে প্রথম ম্যাচ খেলতে নামবে। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দল মোট পাঁচটি টেস্ট সিরিজ খেলবে। এই মুহূর্তে বেশ চাপেই রয়েছে টিম ইংল্যান্ড। কারণ বিশ্বকাপে ব্যর্থতার পর ক্যারিবিয়ান সফরেও খারাপ ফল করেছে তারা। স্বাভাবিক ভাবেই একাধিক বিতর্ক দেখা দিয়েছে। এখন এটাই দেখার ব্রুককে ছাড়া কতটা সফল হতে পারেন স্টোকসরা।