শুভব্রত মুখার্জি: ওডিআই বিশ্বকাপ শেষ হয়েছে মাত্র চারদিন আগে। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া দল। এই ফাইনালের চারদিন পরেই ভারতের মাটিতে এক টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। বিশ্বকাপের পরপরেই এই সিরিজ হওয়ার ফলে এই সিরিজে দুই দল তাদের বেশ কিছু তারকাকে বিশ্রাম দিয়েছে। তা সত্ত্বেও সিরিজের প্রথম ম্যাচে বিশাখাপত্তনমে এক টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব। রানের বন্যা বয়ে যাওয়া এই ম্যাচে একেবারে শেষ বলে জয় পেয়েছে ভারতীয় দল। ম্যাচ শেষে জয়ের অন্যতম নায়ক ইশান কিষান জানালেন চাপে ফেলা হয়েছিল ভারতকে। তবে বোলাররা দারুণ বল করেছে। গোটা দল যে জিততে মুখিয়ে ছিল তাও জানিয়েছেন তিনি।ইশান কিষান জানিয়েছেন, ‘আমাদের বোলাররা দারুণ বোলিং করেছেন।আমাদেরকে রীতিমতো চাপে ফেলা হয়েছিল (অস্ট্রেলিয়ার তরফে)। তবে মুকেশ কুমারকে কৃতিত্ব দিতেই হবে। দারুন বোলিং করেছে মুকেশ। দলের হয়ে ভালো খেলতে, ম্যাচটা জিততে মুখিয়ে ছিল সবাই। বিশেষ করে রিঙ্কু(সিং)। কারণ বড় দলের বিরুদ্ধে এটাই ওর প্রথম ম্যাচ ছিল। সূর্য (সূর্যকুমার যাদব) ভাইকেও কৃতিত্ব দিতে হবে। যেভাবে ও খেলেছে তা অনবদ্য। বোলারদের আক্রমণ করছিল সূর্য ভাই। আমাদের পরিকল্পনা ছিল বোলাররা যখন ব্যাট করতে আসবে তখন যেন ১৫ রানের আশেপাশে রান তাড়া করা বাকি থাকে।’ইশান আরও যোগ করে বলেছেন, ‘যে বলে আমি আউট হয়েছি ওই বলে সূর্য ভাই আমাকে সিঙ্গেলস নিতে বলেছিল। আমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো ছিল।এই জয়ে দারুণ খুশি। কারণ এই দলটা একটা নবীন দল। আমরা ভুল করব।সেখান থেকেই শিখব। তারপর সেই ভুল শুধরেও নেব। আশা করব পরের ম্যাচে বোলিং ইউনিট হিসেবে আমরা আরও শক্তিশালী হয়ে কামব্যাক করব।’ প্রসঙ্গত ম্যাচে অজিরা প্রথমে ব্যাট করে। জোস ইংলিশের অনবদ্য ১১০ রানে ভর করে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০৮ রান করে তারা। জবাবে ভারত আট উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। মাত্র ৩৯ বলে ৫৮ রান করেন ইশান কিষান। তাঁর ব্যাট থেকে আসে ২টি চার, পাঁচটি ছয়। অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৪২ বলে ৮০ রান। তাঁর ব্যাট থেকে আসে ৯টি চার এবং চারটি ছয়।