বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS, 3rd T20I: প্রসিধদের নিয়ে ছেলেখেলা ম্যাক্সির, জঘন্য ফিল্ডিং ভারতের, ৫ উইকেটে জিতে সিরিজে অক্সিজেন পেল অজিরা
IND vs AUS, 3rd T20I: প্রসিধদের নিয়ে ছেলেখেলা ম্যাক্সির, জঘন্য ফিল্ডিং ভারতের, ৫ উইকেটে জিতে সিরিজে অক্সিজেন পেল অজিরা
1 মিনিটে পড়ুন Updated: 28 Nov 2023, 10:47 PM ISTTania Roy
India vs Australia 3rd T20I: রুতুরাজ গায়কোয়াড়ের শতরানের পাল্টা সেঞ্চুরি হাঁকালেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন। তাঁর দাপটে ৫ উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে সিরিজ হারের হাত থেকে অজিদের বাঁচালেন তিনি। এদিন ম্যাচ হারলে, সিরিজও হাতছাড়া হত অস্ট্রেলিয়ার।
সিরিজে অস্ট্রেলিয়াকে তলিয়ে যেতে দিলেন না ম্যাক্সওয়েল।
পর পর তিনটি টি-টোয়েন্টিতে ২০০ রান পার করল ভারত। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রুতুরাজ গায়কোয়াড়ের শতরানে ভর করে ২২২ রান তোলে টিম ইন্ডিয়া। জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ২২৩ রান। গ্লেন ম্যাক্সওয়েলের দাপটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে সিরিজে ভারত এখনও ২-১ এগিয়ে। আরও ২টি ম্যাচ বাকি। গুয়াহাটিতে ভারতকে হারিয়ে কিন্তু সূর্যকুমারদের চাপে ফেলে দিল অস্ট্রেলিয়া।
28 Nov 2023, 10:47 PM IST
ম্যাক্সওয়েলের দাপটেই হার ভারতের, ৫ উইকেটে জিতল অস্ট্রেলিয়া
ম্যাক্সওয়েলের দাপটেই হার ভারতের, ৫ উইকেটে জিতল অস্ট্রেলিয়া। শেষ ওভারে শেষ চার বলে প্রসিধকে ৬-৪-৪-৪ হাঁকান ম্যাক্সি। ওভারের প্রথম বলে ওয়েড একটি চার মেরেছিলেন। শেষ চার বলে ১৮ রান করে ম্যাক্সি যেমন নিজের সেঞ্চুরি পূরণ করেন, তেমনই দলকেও জেতান। রুতুর শতরান কাজে এল না। ৮টি করে চার এবং ছক্কার হাত ধরে ম্যাক্সওয়েল ৪৮ বলে ১০৪ করে অপরাজিত থাকেন। ১৬ বলে অপরাজিত ২৮ রান করেন ওয়েড।
28 Nov 2023, 10:46 PM IST
সেঞ্চুরি ম্যাক্সির, ছুঁলেন ফিঞ্চ, ইংলিসকে
৪৭ বলে সেঞ্চুরি করে ফেললেন ম্যাক্সওয়েল। তিনি স্পর্শ করলেন অ্যারন ফিঞ্চ এবং জোশ ইংলিসের নজির। অজিদের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নজিরের তালিকায় এখন ফিঞ্চ এবং ইংলিসের সঙ্গে যোগ হল ম্যাক্সির নাম।
28 Nov 2023, 10:40 PM IST
১৯তম ওভারে এল ২২ রান
১৯তম ওভারে বল করতে এসে অক্ষর ছড়িয়ে লাট করলেন। ২২ রান দিয়ে বসলেন। সেই সঙ্গে অজিদের কোর্টে খেলাটা পাঠিয়ে দিলেন। জিততে ৬ বলে অস্ট্রেলিয়ার চাই ২১ রান। ১৯ ওভার শেষে ৫ উইকেটে ২০২ রান অজিদের। ম্যাক্সওয়েলের সংগ্রহ ৪৪ বলে ৮৬ রান। ১৪ বলে ২৩ রান ওয়েডের।
28 Nov 2023, 10:30 PM IST
আগ্রাসী ম্যাক্সি, ১৭তম ওভারে এল ১৬ রান
বিধ্বংসী মেজাজে ম্যাক্সওয়েল। ১৭তম ওভারে এল ১৬ রান। ৫ উইকেটে ১৭৫ করে ফেলল অস্ট্রেলিয়া। ৩৯ বলে ম্যাক্সওয়েল ৮৩ রান করে ফেলেছেন। ওয়েডের সংগ্রহ ৬ বলে ৪ রান।
28 Nov 2023, 10:28 PM IST
হাফসেঞ্চুরি ম্যাক্সির
ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূরণ করলেন ম্যাক্সওয়েল। চারটি ৪ এবং চারটি ছক্কার হাত ধরে ২৮ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন ম্যাক্সি। ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১৪৫ রান অস্ট্রেলিয়ার। ২৯ বলে ৫৬ রান ম্যাক্সির। ৪ বলে ২ রান ওয়েডের।
28 Nov 2023, 10:21 PM IST
আউটটটট… পঞ্চম উইকেট পড়ল অজিদের
পঞ্চম উইকেট হারাল অজিরা। রবি বিষ্ণোই ফেরালেন টিম ডেভিডকে। গোল্ডেন ডাক করে সূর্যকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ডেভিড। ১৪ ওভার শেষে ৫ উইকেটে ১৩৬ রান অস্ট্রেলিয়ার। পরিবর্তে ক্রিজে এলেন ওয়েড। ২৫ বলে ৪৮ রান ম্যাক্সওয়েলের। ২ বলে ১ রান ওয়েডের।
28 Nov 2023, 10:14 PM IST
আউটটটট… স্টইনিসকে ফেরালেন অক্ষর
১৩তম ওভারের শেষ বলে স্টইনিসকে আউট করলেন অক্ষর প্যাটেল। স্বস্তি পেল ভারত। স্টইনিস-ম্যাক্সওয়েল জুটি খুঁটি হয়ে উঠেছিল। ২১ বলে ১৭ করে সূর্যকুমার যাদবকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টইনিস। চতুর্থ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ১৩ ওভার শেষে ৪ উইকেটে ১২৮ রান অস্ট্রেলিয়ার। ২২ বলে ৪২ করে লড়াই চালাচ্ছেন ম্যাক্সি। পরিবর্তে ক্রিজে এসেছেন টিম ডেভিড।
28 Nov 2023, 09:45 PM IST
১০০ পার করে গেল ভারত
১০ ওভারে ১০০ পার করে গেল অস্ট্রেলিয়া। ওভার শেষে ৩ উইকেটে ১০৫ রান অজিদের। ১২ বলে ৯ রান স্টইনিসের। ১৩ বলে ২৭ রান ম্যাক্সওয়েলের।
28 Nov 2023, 09:41 PM IST
অষ্টম ওভারে এল ২৩ রান
প্রসিধকে পিটিয়ে ছাতু করলেন ম্যাক্সওয়েল। অষ্টম ওভারে হল ২৩ রান। ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯৬ রান। ১০ বলে ২৫ রান ম্যাক্সওয়েলের। ৩ বলে ৩ রান স্টইনিসের।
28 Nov 2023, 09:38 PM IST
আউউউউটটটট… ইংলিসকে বোল্ড করলেন বিষ্ণোই
জোশ ইংলিসকে বোল্ড করে দিলেন বিষ্ণোই। তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া। ৬ বলে ১০ করে বোল্ড হন তিনি। পরিবর্তে ক্রিজে এলেন স্টইনিস। ৭ ওভার শেষে ৩ উইকেটে ৭৩ রান অজিদের। ৪ বলে ৪ রান ম্যাক্সওয়েলের। ২ বলে ২ রান স্টইনিসের।
28 Nov 2023, 09:33 PM IST
আউউউউটটটট… হেডকে ফেরালেন আবেশ, পাওয়ার প্লে-তে অজিদের সংগ্রহ ৬৭/২
ঝোড়ো মেজাজে থাকা ট্র্যাভিস হেডকে ফিরিয়ে ভারতকে অক্সিজেন দিলেন আবেশ খান। পাওয়ার প্লে শেষে অজিদের সংগ্রহ ২ উইকেটে ৬৭ রান। আবেশের বলে রবি বিষ্ণোইয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন হেড। ৮টি চারের হাত ধরে ১৮ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন হেড। পরিবর্তে ক্রিজে এলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৫ বলে ১০ রান ইংলিসের। ১ বলে ১ রান ম্যাক্সওয়েলের।
28 Nov 2023, 09:23 PM IST
আউউউটটট… প্রথম ধাক্কা খেল অস্ট্রেলিয়া
পঞ্চম ওভারে প্রথম ধাক্কা খেল অস্ট্রেলিয়া। আর্শদীপের ডেলিভারিতে ওভারের দ্বিতীয় বলেই কিপার ইশান কিষাণকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন হার্ডি। ১২ বলে ১৬ রান করে তিনি আউট হন। পরিবর্তে ক্রিজে এলেন জোশ ইংলিশ। এক উইকেট পড়লেও, এই ওভারেই ৫০ পার করে গেল অস্ট্রেলিয়া। ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৬ রান অজিদের। ১৬ বলে ৩১ করে ফেলেছেন হেড। ইংলিসের সংগ্রহ ২ বলে ৫ রান।
28 Nov 2023, 09:13 PM IST
তিন ওভার শেষে অজিদের সংগ্রহ ৪০/০
তৃতীয় ওভারে রবি বিষ্ণোই দিলেন ১৫ রান। ওভার শেষে বিনা উইকেটে ৪০ রান অস্ট্রেলিয়ার। ৬ বলে ১২ রান হার্ডির। হেডের সংগ্রহ ১২ বলে ২৫ রান।
28 Nov 2023, 09:10 PM IST
দ্বিতীয় ওভারে এল ১৬ রান
এই ওভারে প্রসিধ কৃষ্ণকে চারটি চার মারলেন হেড। ২ ওভার শেষে বিনা উইকেটে ২৫ রান অস্ট্রেলিয়ার। ১২ বলে ২৫ রান হেডের। হার্ডি এখনও একটি বলও খেলেননি।
28 Nov 2023, 09:06 PM IST
প্রথম ওভারে ৯ রান দিল আর্শদীপ
প্রথম ওভারে আর্শদীপকে ২টি ছক্কা হাঁকান হেড। ১ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ রান। ৬ বলে ৯ রান হেডের। হার্ডি এখনও একটি বলও খেলেননি।
28 Nov 2023, 09:02 PM IST
রান তাড়া করা শুরু অজিদের
সামনে ২২৩ রানের বড় লক্ষ্য। সেই রান তাড়া করতে নেমে পড়ল অস্ট্রেলিয়া। অজিদের হয়ে অ্যারন হার্ডি এবং ট্র্যাভিস হেড ওপেন করতে নেমেছেন। প্রথম ওভারে বল করতে এসেছেন আর্শদীপ সিং।
28 Nov 2023, 09:00 PM IST
শেষ ওভারে এল ৩০ রান, ২২২-এ শেষ করল ভারত
6-5nb-1-1-1w-6-6-4- শেষ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলকে একেবারে পিটিয়ে ছাতু করলেন রুতুরাজ। ২০তম ওভারে এল মোট ৩০ রান। ভারতের স্কোর পৌঁছে গেল ৩ উইকেটে ২২২ রানে। ৫৭ বলে ঝোড়ো ১২৩ করে অপরাজিত থাকেন রুতুরাজ। তাঁর ইনিংস সাজানো ১৩টি চার এবং সাতটি ছক্কায়। তিলক বর্মা ২৪ বলে অপরাজিত ৩১ রান করেন।
28 Nov 2023, 08:57 PM IST
রুতুরাজের সেঞ্চুরি
আগুনে মেজাজে সেঞ্চুরি করলেন রুতুরাজ। ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের শতরান পূরণ করেন রুতু। ৫২ বলে শতরানে পৌঁছান তারকা ব্যাটার। তাঁর এই ইনিংসে রয়েছে ১১টি চার, পাঁচটি ছক্কা।
28 Nov 2023, 08:36 PM IST
6-1w-6-4-0-6-2- ১৮তম ওভারে এল ২৫
১৮তম ওভারে ২৫ রান এল ভারত। 6-1w-6-4-0-6-2- এই ওভারে রুতুরাজ একেবারে হার্ডিকে ছাতু করে দিলেন। ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৮০ রান। ৫০ বলে ৯৫ রান রুতুর। ১৮ বলে ২১ রান তিলকের।
28 Nov 2023, 08:26 PM IST
১৫০ পার করে গেল ভারত
১৭তম ওভারে ১৫০ রান পার করে গেল টিম ইন্ডিয়া। ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৫ রান ভারতের। ৪৪ বলে ৭১ রান রুতুরাজের। ১৮ বলে ২১ রান তিলক বর্মার।
28 Nov 2023, 08:23 PM IST
হাফসেঞ্চুরি রুতুরাজের
১৪তম ওভারের চতুর্থ বলে চার হাঁকিয়ে ৫০ পার করে গেলেন রুতুরাজ। ৩২ বলে তিনি হাফসেঞ্চুরি করে ফেলেন। তাঁর এই ইনিংসে রয়েছে ৯টি চার। ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান। রুতুরাজ করেছেন ৩৩ বলে ৫২ রান। তিলক করেছেন ১১ বলে ১৭ রান।
28 Nov 2023, 08:06 PM IST
১০০ পার করে গেল ভারত
১২ ওভারেই ১০০ পার করে গেল টিম ইন্ডিয়া। ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১০১ রান। ২৬ বলে ৩২ রান রুতুরাজের। ৬ বলে ১০ রান তিলক বর্মার।
28 Nov 2023, 08:02 PM IST
আউউউটটট… সূর্যকে সাজঘরে ফেরালেন হার্ডি
সূর্যকে সাজঘরে ফেরালেন হার্ডি। ২৯ বলে ৩৯ করে সাজঘরে ফিরলেন সূর্য। হার্ডির বলে কট বিহাইন্ড হন সূর্য। এটা ভারতের কাছে বড় ধাক্কা। ক্রিজে এলেন নতুন ব্যাটার তিলক বর্মা। ১১ ওভার শেষে ৩ উইকেটে ৮৮ রান ভারতের। ২৪ বলে ২৮ রান সূর্যের। ২ বলে ১ রান তিলকের।
28 Nov 2023, 07:52 PM IST
১০ ওভারে ভারতের স্কোর ৮০/২
১০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ৮০ রান। সূর্য করে ফেলেছেন ২৮ বলে ৩৯ রান। ২১ বলে ২১ রান রুতুর।
28 Nov 2023, 07:50 PM IST
নিজের ছন্দে রয়েছেন সূর্য
সূর্যকুমার যাদব একেবারে দুরন্ত ছন্দে রয়েছেন। ২২ বলে ৩৩ রান করে ফেলেছেন সূর্য। ১৫ বলে ১৩ রান রুতুরাজের। ৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬৬ রান।
28 Nov 2023, 07:47 PM IST
পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৪৩/২
পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৪৩ রান। ১২ বলে ১০ রান রুতুরাজের। ১৩ বলে ১৩ রান সূর্যকুমারের।
28 Nov 2023, 07:45 PM IST
পঞ্চম ওভারে এল ১৩ রান
পঞ্চম ওভারে এল ১৩ রান। এই ওভারে এলিসকে জোড়া ছক্কা হাঁকান সূর্য। ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩৯ রান। ১৩ বলে ১৩ রান সূর্যকুমারের। ৬ বলে ৬ রান রুতুরাজের।
28 Nov 2023, 07:42 PM IST
উপপপসসস… দ্বিতীয় উইকেট হারাল ভারত
তৃতীয় ওভারেই দ্বিতীয় উইকেট হারাল ভারত। ৫ বল খেলে শূন্য করে সাজঘরে ফিরলেন ইশান। বলে অতিরিক্ত বাউন্স থাকায়, তিনি বলটি বুঝতেই পারেননি। ভুল শট খেলে স্টইনিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন ইশান। পরিবর্তে ক্রিজে এলেন সূর্যকুমার যাদব। ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৫ রান টিম ইন্ডিয়ার। ৩ বলে ১ রান সূর্যের। ৪ বলে ৫ রান রুতুরাজের।
28 Nov 2023, 07:30 PM IST
আউউউউটটটট… দ্বিতীয় ওভারেই ধাক্কা খেল ভারত
দ্বিতীয় ওভারেই বড় ধাক্কা খেল ভারত। বেহরেনডর্ফ বল করতে এসেই আউট করলেন যশস্বীকে। বেহরেনডর্ফের বলে খোঁচা মেরে ওয়েডকে ক্যাচ দেন যশস্বী। ৬ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। তাঁর পরিবর্তে ক্রিজে এলেন নতুন ব্যাটার ইশান কিষাণ। দ্বিতীয় ওভারে বেহরেনডর্ফ একটি উইকেট সহ মেডেন নিলেন। ২ ওভার শেষে ভারতের স্কোর তাই ১ উইকেটে ১৪ রান। ৪ বল খেলেও রানের খাতা খোলেননি ইশান। ২ বলে ৪ রান রুতুর।
28 Nov 2023, 07:25 PM IST
প্রথম ওভারেই হল ১৪ রান
প্রথম ওভারেই ১৪ রান দিলেন কেন রিচার্ডসন। ২ বলে ৪ রান রুতুরাজের। ৪ বলে ৬ রান যশস্বীর। কোনও উইকেট পড়েনি।
28 Nov 2023, 07:23 PM IST
খেলা শুরু
খেলা শুরু হয়ে গেল। ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়। অজিদের হয়ে প্রথম ওভারে বল করতে এসেছেন কেন রিচার্ডসন।
ভারতীয় দলে এই ম্যাচে একটি পরিবর্তনই করা হয়েছে। আবেশ এসেছেন মুকেশ কুমারের জায়গায়। মুকেশের বিয়ে। তাই তিনি নেই। অজি দলে তিনটি পরিবর্তন করা হয়েছে। হেড, বেহরেনডর্ফ এবং কেন রিচার্ডসন এসেছেন শর্ট, অ্যাবট এবং জাম্পার পরিবর্তে।
28 Nov 2023, 06:41 PM IST
টস জিতল অস্ট্রেলিয়া
টস জিতল অস্ট্রেলিয়া। তারা প্রথমে বোলিং নিল। বোলিং নেওয়ার পর ওয়েড বলেন, ‘শিশিরের জন্য এই সিদ্ধান্ত নয়। এই নিয়ে খুব বেশি কিছু যায় আসে না। তবে আমরা প্রথমে বল করব। আমাদের কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে।’ সূর্য বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে পেরে খুশি। কারণ প্রথম ওভারে শিশির পড়ে। আমি ছেলেদের বলেছিলাম, নিজেদের উপর বিশ্বাস রাখতে। তারা যা করছে, সেটা চালিয়ে যেতে এবং নিজেদের মেলে ধরতে।’
28 Nov 2023, 06:30 PM IST
অজি টিমে বড় রদবদল
ভারতের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজ চলাকালীন টি-২০ স্কোয়াডে বিরাট রদবদল করল অস্ট্রেলিয়া। কার্যত খোলনলচেই বদলে গেল অজি দলের। বিশ্বকাপ খেলা ৬ জন ক্রিকেটারকে সিরিজের মাঝপথেই দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় অজি বোর্ড। স্টিভ স্মিথ ও অ্যাডাম জাম্পা দ্বিতীয় টি-২০ ম্যাচের পরেই দেশে ফেরার বিমান ধরেন। বুধবার ভারত ছেড়ে দেশে ফেরার বিমান ধরবেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জোশ ইংলিস ও শন অ্যাবট। উইকেটকিপার-ব্যাটার জোস ফিলিপ ও আগ্রাসী ব্যাটার বেন ম্যাকডারমট ইতিমধ্যেই অজি স্কোয়াডে যোগ দিয়েছেন। গুয়াহাটির তৃতীয় টি-২০ ম্যাচে তাঁরা মাঠে নেমে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না। রায়পুরে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার স্কোয়াডে যোগ দেবেন বেন ডার্সিস ও স্পিনার ক্রিস গ্রিন। রায়পুরের চতুর্থ টি-২০ অথবা বেঙ্গালুরুর শেষ টি-২০ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হতে পারে গ্রিনের।
28 Nov 2023, 06:25 PM IST
ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি
প্রথম দু'টি টি-টোয়েন্টিতে জিতে ভারত ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ ২-০ এগিয়ে গিয়েছে। এবার তারা চাইবে, মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি জিতে সিরিজ পকেটে পুড়ে ফেলতে। তাতে হয়তো কিছুটা হলেও জ্বালা জুড়োবে ভারতের। সূর্যকুমার যাদবের নেতৃত্বে মেন ইন ব্লু বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে তাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান তাড়া করে জিতে সকলকে চমকে দিয়েছিল। ওডিআই বিশ্বকাপের ফাইনালে অজিদের বিরুদ্ধে হারের চার দিনের মধ্যেই সংক্ষিপ্ত ফর্ম্যাটে তাদের হারিয়েছিল ভারত। রবিবার তিরুবনন্তপুরমে লিড দ্বিগুণ করে টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড় এবং ইশান কিষাণের হাফসেঞ্চুরির পাশাপাশি আবার রিঙ্কু সিং-এর ৯ বলে ঝোড়ো ৩১ রানের হাত ধরে ভারত ৪৪ রানে জয় ছিনিয়ে নেয়। তৃতীয় টি-টোয়েন্টি জিতলেই সিরিজ পকেটে পুড়ে ফেলবে টিম ইন্ডিয়া। সেটাই লক্ষ্য হবে টিম ইন্ডিয়ার।