এবারের এশিয়ান গেমসে অংশ নেবে ভারতীয় পুরুষ এবং মহিলা ক্রিকেট দল। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে চিনের বসতে চলেছে এশিয়ান গেমসের আসর। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। এবারের এশিয়ান গেমসে ক্রিকেটকে যুক্ত করা হয়েছে। আর এই টুর্নামেন্টের জন্য় ভারতীয় পুরুষ দলের কোচ হিসাবে থাকবেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণ। টাইমস অফ ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে।
ভিভিএস ভারতীয় পুরুষ দলের দায়িত্ব সামলালেও মহিলা দলের দায়িত্ব সামলাতে দেখা যাবে হৃষিকেশ কানিতকারকে। এই মুহূর্তে ভারতীয় মহিলা দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাচ্ছেন। সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরেও হরমনপ্রীতদের দায়িত্ব সামলেছেন। বোর্ড সূত্রে খবর এই কানিতকারের হাতেই দায়িত্ব দেওয়া হতে পারে।
কানিতকার ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করার পাশাপাশি তাঁকে সাহায্য করবেন রাজীব দত্ত। যিনি এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বোলিং কোচের ভূমিকা পালন করবেন। এছাড়াও শুভদীপ ঘোষকে ফিল্ডিং কোচ করা হতে পারে বলে জানা যাচ্ছে। যেহেতু এখনও পর্যন্ত ভারতীয় মহিলা দলের কোচের নাম ঠিক হয়নি, তাই অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে তারা এশিয়ান গেমসে যাচ্ছেন। বিসিসিআই সূত্রের খবর, আগামী ডিসেম্বর মাসেই হরমনপ্রীতদের নতুন হেডস্যার ঘোষণা করা হবে। ততদিন দায়িত্ব সামলাবেন কানিতকার।
ভারতের জার্সি গায়ে কানিতকার ২টি টেস্ট ম্যাচ খেলেছেন। এছাড়াও ৩৪টি ওডিআই ম্যাচে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বছরের শুরুতে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে নিযুক্ত করা হয়। তারপর থেকে তিনি সেই দায়িত্বেই বহাল রয়েছেন।
সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে ভারতীয় দল ভালো পারফরম্যান্স করলেও ওডিআই সিরিজ ড্র করে উইমেন্স ইন ব্লু। এমনকী সেই সিরিজের শেষ ম্যাচে আম্পায়ারের বিরুদ্ধে মুখ খুলে আইসিসির শাস্তির মুখে পড়েন ভারত অধিনায়ক। হরমনপ্রীতকে জরিমানা করা হয় এবং দুই ম্যাচ সাসপেন্ড করা হয়। সেই ঘটনা এখনও টাটকা। ফলে এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না হরমনকে। যদিও তা নিয়ে খুব একটা চিন্তিত নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এশিয়ান গেমসেও ভারতীয় দলের অধিনায়কত্ব সামলাবেন হরমনপ্রীতই।