রোহিত শর্মার বদনাম করতে ভারতীয় ড্রেসিংরুম থেকেই কেউ টাকা ছড়াচ্ছেন? 'নোংরা খেলা' খেলছেন? তেমনই মারাত্মক ইঙ্গিত করলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং। ব্যাট হাতে খারাপ ফর্মের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট থেকে সরে যাওয়ার জন্য রোহিতের পক্ষে সওয়াল করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেনের সঙ্গে হরভজনের বাকযুদ্ধ হয়। ওই নেটিজেন অভিযোগ করেন যে কোচ এবং সতীর্থদের বিরুদ্ধে ভুয়ো প্রচার চালাচ্ছেন রোহিত। আর তারপরই চাঁচাছোলা ভাষায় হরভজন বলেন, ‘আপনাকে দেখে মনে হচ্ছে যে ড্রেসিংরুম থেকে তথ্য পাচ্ছেন। আপনার সূত্র কে? আমি কি সেটা বলব? একজন সৎ মানুষের নামে (এরকম) টুইট করার জন্য কে আপনাদের টাকা দিয়ে এই নোংরা খেলাটা খেলছে, সেটা আমি জানি।’
রোহিতের বাবা তুলে আক্রমণ শানান ওই নেটিজেন
আর যে নেটিজেনের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়ে হরভজন সেই মন্তব্য করেন, তিনি প্রথমে ভারতের প্রাক্তন অফস্পিনারকে ট্যাগ করে বলেন, 'হরভজন সিং, আপনিই সেই লোক, যিনি একটি ম্যাচে (এস) শ্রীসন্তকে থাপ্পড় মেরেছিলেন। তাই কে ভালো, কে মন্দ, সেটার বিচার করবেন না।' সেইসঙ্গে রোহিতের বাবা তুলেও আক্রমণ শানান ওই নেটিজেন।
‘রোহিত একজন লিডার’, প্রশংসা হরভজনের
সেই মন্তব্যের পালটা হিসেবে হরভজন বলেন, 'ও (রোহিত) যে কাজটা করেছে, সেটা কোনও ভারতীয় অধিনায়ক বিদেশে সিরিজ হারের পরে এবং কোনও রান না করার পরেও করার কথা ভাবতে পারেননি। পার্থক্য তো আছেই। ও (রোহিত) একজন লিডার। ওয়েল ডান রোহিত শর্মা। (তোমার কাছে) দল সবথেকে আগে।'
ওই ব্যক্তিটা আসলে কে?
সেটার প্রেক্ষিতে ওই নেটিজেন আবার অভিযোগ করেন, কোচ এবং সতীর্থদের বিরুদ্ধে ভুয়ো প্রচার চালাতে দলের ভিতরের খবর ফাঁস করে দিয়েছেন রোহিত নিজেই। আর তারপরই সেই বিস্ফোরক ইঙ্গিত করেন হরভজন। ভারতের প্রাক্তন অফস্পিনার নির্দিষ্টভাবে কারও নাম করেননি বা সংশ্লিষ্ট ব্যক্তি আদতে কে, সে বিষয়েও নির্দিষ্টভাবে কিছু জানাননি। কিন্তু তাঁর মন্তব্যের পরে নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।
ভারতীয় ড্রেসিংরুম নিয়ে নানা তত্ত্ব ছড়াচ্ছে
এমনিতেই মেলবোর্ন টেস্টে হারের পর থেকেই ভারতীয় ড্রেসিংরুমের অন্দরের পরিবেশ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নিয়মিত নয়া-নয়া তথ্য উঠে আসছে। সূত্র উদ্ধৃত করে কোনও রিপোর্টে দাবি করা হচ্ছে যে রোহিতের পরিবর্তে অস্থায়ীভাবে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন একজন সিনিয়র ক্রিকেটার। কোনও রিপোর্টে আবার দাবি করা হচ্ছে যে অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই ভারতীয় দলের ড্রেসিংরুমে ‘চিড়’ ছিল। এমনকী এমনই পরিস্থিতি যে একটা দল হিসেবে পার্থে ঐতিহাসিক জয়ও উদযাপন করেনি টিম ইন্ডিয়া।
যদিও সেইসব বিষয় নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি। সেইসব তত্ত্ব নিয়ে মুখ খোলেননি রোহিত বা ভারতের অন্তর্বর্তীকালীন অধিনায়ক জসপ্রীত বুমরাহও। বরং তাঁরা যে মন্তব্য করেছেন, তাতে দলের মধ্যে একতার ছবিই তুলে ধরা হয়েছে।