সিডনি টেস্টে কি ফের বল করতে পারবেন জসপ্রীত বুমরাহ? তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানাতে পারলেন না ভারতীয় দলের পেসার প্রসিধ কৃষ্ণ। শনিবার দ্বিতীয় দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে বুমরাহের শারীরিক অবস্থার বিষয়ে ভারতীয় পেসার বলেন, ‘ওর (বুমরাহ) পিঠে ব্যথা ছিল। ও স্ক্যানের জন্য গিয়েছিল। ওর উপরে নজর রাখছে মেডিক্যাল টিম। দেখা যাক।’ বুমরাহের ফিটনেস নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফেও কিছু জানানো হয়নি। ফলে কিছুটা হলেও উদ্বেগ তৈরি হয়েছে ভারতীয় ফ্যানদের মনে।
প্র্যাকটিস জার্সি পরে মাঠ ছাড়েন বুমরাহ
যদিও তাঁরা স্বস্তি পান স্ক্যানের পরে বুমরাহকে মাঠে ফিরে আসতে দেখে। শনিবার সিডনিতে মধ্যাহ্নভোজের পরে মাত্র এক ওভার বল করেন বুমরাহ। তারপর বিরাট কোহলির সঙ্গে কথা মাঠ থেকে বেরিয়ে যান ভারতের অধিনায়ক। কিছুক্ষণ পরে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সরকারি সম্প্রচারকারীর তরফে দেখানো হয় যে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস জার্সি পরে একটি গাড়িতে উঠছেন বুমরাহ। সঙ্গে দেখা যায় ভারতীয় দলের সমন্বয়কারী অফিসার এবং ডাক্তারকে। গাড়িতে করে তাঁদের স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়।
তবে দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই সিডনিতে ভারতীয় ড্রেসিংরুমে ফিরে আসেন বুমরাহ। সেই দৃশ্য দেখে ভারতীয় ফ্যানরা কিছুটা হলেও স্বস্তি পান। কিন্তু দিনের শেষে প্রসিধ যে কথা বলেছেন, তাতে তাঁদের আশঙ্কা এবং ধন্দ ফের বেড়েছে। বিশেষত পিঠেই চোটের জন্য ২০২২ সাল এবং ২০২৩ সালের একটা বড় অংশে মাঠের বাইরে ছিলেন বুমরাহ। ফলে উদ্বেগের মাত্রা আরও বেড়েছে।
বোলিং কি করতে পারবেন বুমরাহ? সিদ্ধান্ত সকালে
তারইমধ্যে সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বুমরাহকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত যা মনে হচ্ছে, তাতে বুমরাহের চোট গুরুতর নয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে কোনও সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারবেন কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রবিবার সকালে। তৃতীয় দিনের সকালে বুমরাহের কী অবস্থা হয়, সেটার উপরই নির্ভর করবে যে ভারতীয় তারকা পেসার ফের বোলিং করবেন কিনা।
বুমরাহকে প্রবলভাবে চাই ভারতের
এমনিতে সিডনিতে ভারতের যা অবস্থা, তাতে বুমরাহকে লাগবে টিম ইন্ডিয়ার। দ্বিতীয় দিনের শেষে কঠিন পিচে ১৪৫ রানে এগিয়ে আছে ভারত। হাতে আছে চার উইকেট। সেখান থেকে বুমরাহকে ছাড়া জয়ের স্বপ্ন দেখাটাও কার্যত অবাস্তব। আর ভারত যদি সিডনিতে জিততে না পারে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে যাবে।