2025-এ এবারে দেখা গেছে অনেক এমন দল শীর্ষে রয়েছে, যারা অন্যান্যবার পিছনে সারিতে থাকে। যেমন টপ ফোরে থাকা দলের মধ্যে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস, যারা গত ১৮ বছরে একবারও আইপিএলের ট্রফি জিততে পারেনি।
আইপিএল ২০২৫-র প্রথম ৪৪টি ম্যাচের পর আপাতত পঞ্জাব কিংস রয়েছে টপ ফোরে। কেকেআরের সঙ্গে কলকাতার ইডেন গার্ডেন্সে তাঁদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তাঁরা ১ পয়েন্ট পেয়েছেন। ফলে ৯ ম্যাচে তাঁদের পয়েন্ট দাঁড়িয়েছে ১১। নাইটদের অবশ্য তাতে বড্ড ক্ষতি হয়ে গেছে, কারণ বাকি সব ম্যাচই মাস্ট উইন হয়ে গেছে।
রিকির সিদ্ধান্তে হতাশ মনোজ
এদিকে পঞ্জাব কিংস আইপিএলের পয়েন্ট তালিকায় আপাতত ভালো জায়গায় থাকলেও তাঁদেরন নিয়েই এবার বড় আশঙ্কার কথা শোনালেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলজয়ী ক্রিকেটার মনোজ তিওয়ারি। প্রাক্তন এই ভারতীয় দলের ক্রিকেটার একদমই অখুশি রিকি পন্টিংয়ের ওপর। অস্ট্রেলিয়ান পন্টিং যেভাবে দলে পক্ষপাতিত্ব করছেন, তা দেখে হতাশ মনোজ দিলেন বড় বার্তা।
ভারতীয় ব্যাটাররা পঞ্জাবে ব্রাত্য
শনিবার প্রভসিমরন সিং ৪৯ বলে ৮৩ রান করার পর আউট হতেই গ্লেন ম্যাক্সওয়েলকে ব্যাটিংয়ে পাঠান পন্টিং, অথচ অজি তারকা ৮ বলে মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন। এরপরও পন্টিং থেমে থাকেননি, নেহাল ওয়াধিরা বা শশাঙ্ক সিংয়ের মতো ইন ফর্ম ব্যাটারকে না পাঠিয়ে পঞ্জাবের হেডস্যার ব্যাট করতে পাঠান মার্কো জানসেনকে, যিনি আসলে স্পেশালিস্ট ব্যাটার নন। তখন ২০ বল মতো বাকি ছিল, এরপর আসেন জোস ইংলিস। অর্থাৎ পরপর তিন বিদেশিকে ব্যাট করতে পাঠানো হয়, অথচ ভারতীয় ব্যাটাররা ফর্মে থাকা সত্ত্বেও তাঁদের ওপর ভরসা করা হয়নি।
পন্টিংয়ে রুষ্ট মনোজ
যা দেখেই বড় আশঙ্কার কথা জানালেন মনোজ তিওয়ারি। তিনি এক্স হ্যান্ডেলে কড়া প্রতিক্রিয়া দিয়ে লিখেছেন, ‘আমার মনে হচ্ছে পঞ্জাব এবারে আইপিএলের শিরোপা জিততে পারবে না। কারণ আজকে আমি লক্ষ্য করলাম, ওদের ব্যাটিংয়ের সময় ফর্মে থাকা ভারতীয় ব্যাটার শশাঙ্ক সিং বা নেহাল ওয়াধিরাকে ব্যাট করতে নামানো হল না, পরিবর্তে বিদেশিদের ওপর কোচ বেশি ভরসা রাখলেন। বিদেশিরা কিন্তু একদমই পারফরমেন্স করতে ব্যর্থ হলেন, এটা ভারতীয়দের ওপর ভরসার অভাবকেই স্পষ্ট করছে। এভাবেই যদি তিনি নিজের কোচিং দৃষ্টিভঙ্গি জারি রাখেন, তাহলে টপ টুতে যদি পঞ্জাব ওঠেও, তাহলেও তাঁরা ট্রফি জিততে পারবে না ’।
IPL table-এ পঞ্জাবের স্থান কোথায়?
আপাতত শ্রেয়স আইয়ারের দল পাঁচটি ম্যাচে জয় এবং কেকেআর ম্যাচের ১ পয়েন্ট নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। এরপর ৩০ এপ্রিল তাঁদের ম্যাচ রয়েছে চেন্নাইয়ের মাটিতে সিএসকের বিরুদ্ধে। তারপর আবার ঘরের মাঠে ফিরে এলএসজির মুখোমুখি হবে পঞ্জাব, সেই ম্যাচ এবারের আইপিএলে প্রীতি জিন্টার দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ LSGও প্লে অফের দৌড়ে রয়েছে।