২০২১ টি২০ বিশ্বকাপে বরুণ চক্রবর্তী তিনটি ম্যাচ খেলেছিলেন। কিন্তু তাঁর পারফরম্যান্স ছিল তলানিতে। উইকেট পাওয়া তো দূরের কথা, তাঁর বোলিং নিয়ে সেই সময়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। এর পর ভারতীয় দলের চৌহদ্দিতে আর ঢোকার সুযোগ পাননি বরুণ। তবে সকলকে অবাক করে দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা করে নেন কেকেআর-এর রহস্য স্পিনার। তবে তাঁর দলে ঢোকা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। গৌতম গম্ভীরের কেকেআর কানেকশনের জেরেই বরুণের টিম ইন্ডিয়ায় ঢোকা নিয়ে চর্চাও হয়েছে বিস্তর।
আরও পড়ুন: কোহলি জিরো, বাবরের তুলনায় কিছুই নয়… নাকে ঝামা ঘষে যাওয়ার পরেও হাস্যকর দাবি পাক প্রাক্তনীর
তবে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বরুণের স্পিনের মায়াজালেই বাজিমাত করে ভারত। ২৪৯ রান করে ৪৪ রানে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। বরুণ একাই পাঁচ উইকেট তুলে নেন। সেই সঙ্গে নিন্দুকদের চুপ করিয়ে নিজেকে প্রমাণ করেন বরুণ। মুখ রক্ষা করেন কোচ গৌতম গম্ভীরেরও। আইপিএলের মঞ্চে টি২০-তে নিজেকে ইতিমধ্যে প্রমাণ করেছেন, এবার জাতীয় দলের জার্সিতে ৫০-ওভারের ফর্ম্যাটেও নিজের দক্ষতা দেখিয়ে দিলেন ভারতের এই রহস্য স্পিনার। যদি বরুণ এদিন ঠিক করে পারফরম্যান্স না করতে পারতেন, তাহলে হয়তো ভারতীয় দলের দরজা আবার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যেত।
তবে বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচের আগে যখন বরুণকে নিয়ে রোহিতকে প্রশ্ন করা হয়েছিল, তখন ভারত অধিনায়ক বলেছিলেন যে, কেকেআর-এর স্পিনার নেটে যখন বল করেন, তখন বৈচিত্র্য থাকে না। বরং তিনি একই ধরনের বল করে থাকেন।
তবে বরুণ এর পিছনে কারণ ব্যাখ্যা করেছেন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁর বোলিং পদ্ধতির পার্থক্য সম্পর্কে কথা বলেছেন। সাংবাদিক সম্মেলনে এসে বরুণ দাবি করেছেন, ‘টি-টোয়েন্টিতে আমি আমার ওভারটা অন্য ভাবে করি। বিভিন্ন বলের সিকোয়েন্স করার উপায় আলাদা। আর ওয়ানডে-তে ব্যাপারটা আলাদা। তাই ওরা মনে করে যে, আমার বোলিংয়ে বৈচিত্র্য নেই। তবে আমি সমস্ত বৈচিত্র্যে বোলিং করে থাকি।’
আরও পড়ুন: কোহলির কাটাঘায়ে নুনের ছিঁটে- ফিলিপস কীভাবে ক্যাচটা নিয়েছেন, অভিনয় করে বিরাটকে বোঝালেন জাদেজা- ভিডিয়ো
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বরুণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক হওয়া ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে ভালো পারফরম্যান্সের নজির গড়েছেন বরুণ। আর সব মিলিয়ে তিনি দ্বিতীয় বোলার হিসেবে সেরা পারফরম্যান্সের রেকর্ড করেছেন। ২০১৭ সালে এজবাস্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জশ হেজেলউড চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিষেক ম্যাচেই ৫২ রানে ৬ উইকেট নিয়েছিলেন। এটা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এই টুর্নামেন্টে অভিষেক হওয়া কোনও বোলারের সেরা পারফরম্যান্স। এর পর দ্বিতীয় স্থানেই থাকবেন বরুণ।