বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে যায় ভারত-পাক ম্যাচ। ছবি- আইসিসি টুইটার।
বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ
এশিয়া কাপ
home 



দাপুটে জয় বাংলাদেশের। ছবি- এপি।








কেএল রাহুল।
NCA-তে রাহুলের ফিটনেস টেস্ট ৪ সেপ্টেম্বর,তার পরেই সম্ভবত WC-এর দল ঘোষণা- রিপোর্ট
Updated: 03 Sep 2023, 03:23 PM IST লেখক Tania Royসম্প্রতি জানা গিয়েছে, ৪ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট হবে কেএল রাহুলের। এর পরেই বোঝা যাবে রাহুলের পরিস্থিতি। এবং সেই বুঝে পরবর্তী এশিয়া কাপের জন্য রাহুলের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
স্টেডিয়ামে বেজে উঠল ‘রাম সিয়া রাম’! ভাইরাল ম্যাচের মুহূর্ত (ছবি-এপি)
ইশান-হার্দিকের চার-ছক্কার মাঝেই স্টেডিয়ামে বেজে উঠল ‘রাম সিয়া রাম’!
Updated: 03 Sep 2023, 01:17 PM IST লেখক Sanjib HalderAsia Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে ইশান কিষান এবং হার্দিক পান্ডিয়া একটি গুরুত্বপূর্ণ জুটি খেলেন এবং ভারতীয় ইনিংসকে সামলেছিলেন। এই সময় দুই খেলোয়াড় যখন পাকিস্তান দলের বিরুদ্ধে বাউন্ডারি বর্ষণ করছিলেন, তখন স্টেডিয়ামে বাজতে থাকে ‘রাম সিয়া রাম’ গান।
নেপাল-ভারত ম্যাচেও জলে ধুয়ে যেতে পারে (ছবি-পিটিআই)
India vs Nepal Rain chances: নেপাল-ভারত ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা!
Updated: 03 Sep 2023, 12:40 PM IST লেখক Sanjib Halderএই ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বৃষ্টির ছায়া এই ম্যাচের ওপরও আছড়ে পড়ছে। AccuWeather-এর রবিবারের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকালে পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ রয়েছে। এমন পরিস্থিতিতে ম্যাচ শুরুর আগেই মাঠ ভিজে যেতে পারে।
BAN vs AFG Asia Cup 2023 Live: বিরাট জয়ে সুপার ফোরের আশা জিইয়ে রাখল বাংলাদেশ
Updated: 03 Sep 2023, 07:20 PM ISTBangladesh vs Afghanistan Asia Cup 2023 live Score Updates: মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া শতরানের সুবাদে বাংলাদেশ ৩০০ টপকে জয়ের জন্য আফগানিস্তানের সামনে বিরাট রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয়। পালটা ব্যাট করতে নেমে আফগানিস্তান আড়াইশো রানের গণ্ডিও টপকাতে পারেনি।
পাকিস্তানকে নিয়ে ইরফান পাঠানের ঠাট্টা
আজ অনেক প্রতিবেশীর টিভি বেঁচে গেল- পাকিস্তানকে নিয়ে ইরফান পাঠানের ঠাট্টা
Updated: 03 Sep 2023, 08:39 AM IST লেখক Sanjib Halderভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিলের পর প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান ম্যাচটি ভেস্তে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ মজার প্রতিক্রিয়া দিয়েছেন। ইরফান পাঠান টুইট করে লিখেছেন, ‘আজ অনেক প্রতিবেশীর টিভি বেঁচে গেল।’
আসন্ন বিশ্বকাপের জন্য দল বেছে নিল BCCI
বাদ সঞ্জু, রাহুল-ইশানের এন্ট্রি! ICC ODI WC 2023-এর জন্য দল বেছে নিল BCCI
Updated: 03 Sep 2023, 08:17 AM IST লেখক Sanjib Halderক্যান্ডিতে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের খেলার পরে এই বৈঠকটি হয়েছিল। জানা গিয়েছে সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং প্রসিধ কৃষ্ণার সঙ্গে যারা পূর্বোক্ত এশিয়া কাপের জন্য এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছেন, তারাও বিশ্বকাপ দলে জায়গা পাননি।
বৃষ্টিতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ভেস্তে গেল (ছবি-এপি)
খেলা নিয়ে রাজনীতি, ক্ষমারও অযোগ্য! ACC-র বিরুদ্ধে প্রাক্তন PCB প্রধানের অভিযোগ
Updated: 03 Sep 2023, 08:09 AM IST লেখক Sanjib Halderনাজাম শেঠি এক্সে লিখেছেন, ‘কতটা হতাশাজনক! বৃষ্টির কারণে ভেস্তে গেল ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা। কিন্তু এটার পূর্বাভাস ছিল। পিসিবি চেয়ারম্যান হিসেবে আমি এসিসিকে সংযুক্ত আরব আমির শাহিতে খেলার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু শ্রীলঙ্কাকে জায়গা দেওয়ার জন্য দুর্বল অজুহাত তৈরি করা হয়েছিল।’
হ্যারিস রউফের বলে ভাঙল শ্রেয়স আইয়ারের ব্যাট (ছবি-এক্স)
IND vs PAK: হ্যারিস রউফের বলে ভাঙল শ্রেয়স আইয়ারের ব্যাট! দেখেছেন কি এই ভিডিয়ো
Updated: 03 Sep 2023, 07:35 AM IST লেখক Sanjib Halderসোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ফাস্ট বোলার হ্যারিস রউফের বলে শ্রেয়স আইয়ারের ব্যাটটি কীভাবে ভেঙে যাচ্ছে। আসলে, হ্যারিসের বলে দুর্দান্ত স্কয়ার ড্রাইভ খেলেন শ্রেয়স আইয়ার। এ সময় তাঁর ব্যাট ভেঙে যায়।
ইশান কিষাণকে ব্যাট করে উগ্র ব্যবহার করলেন রউফ, বদলা নিলেন হার্দিক।
মাঠের বাইরের সৌজন্য উধাও, ইশানকে আউট করে উগ্র ব্যবহার রউফের, বদলা নিলেন হার্দিক
Updated: 02 Sep 2023, 11:44 PM IST লেখক HT Bangla Correspondentম্যাচের প্রথম দিকে ভারতীয় ব্যাটারদের উপর চাপ তৈরি করেছিল পাকিস্তান। পাকিস্তান বোলারদের সামলে নিয়ে ভারতকে দুরন্ত ইনিংস খেলে লড়াইয়ে ফেরান ইশান কিষাণ এবং হার্দিক পান্ডিয়া। এই পার্টনারশিপ ভাঙেন পাক পেসার হরিস রউফ। তার পরেই ইশানের উদ্দেশ্যে খারাপ ব্যবহার করেন তিনি। যার বদলা হার্দিক নেন।
ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে।
(AP)IND vs PAK: পূর্বাভাস সত্যি,ভেসে গেল ম্যাচ,পয়েন্ট ভাগাভাগি, সুপার ফোরে পাকিস্তান
Updated: 02 Sep 2023, 10:14 PM IST লেখক Tania Royআগে থেকেই ছিল বৃষ্টির পূর্বাভাস। এমন কী ভারি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যেতে পারে, এমনও শোনা যাচ্ছিল। ঘটলও তাই। সব আশঙ্কা সত্যি করে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-পাক ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় পাকিস্তান পৌঁছে গেল সুপার ফোরে।
পাকিস্তানের তিন পেসার তুলে নেন ১০ উইকেট।
IND vs PAK: পাক পেসাররাই নিলেন ভারতের ১০ উইকেট, এমন ঘটনা আগে কবে ঘটেছে?
Updated: 02 Sep 2023, 09:51 PM IST লেখক Tania Royএদিন ভারতীয় ব্যাটিং অর্ডারের প্রথম তিন ব্যাটারই বোল্ড হয়ে সাজঘরে ফিরে গিয়েছেন। এই ম্যাচের আগে, শেষ বারের মতো পুরুষদের ওডিআই-তে ভারতের শীর্ষ তিন ব্যাটার বোল্ড হয়েছিলেন ২০১২ সালের ডিসেম্বরে। সেই পাকিস্তানের বিরুদ্ধেও। এদিন রোহিত, কোহলি এবং শুভমন- তিন তারকাই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন।
ডাগ আউটে ক্যামেরাম্যানের উপর রেগে লাল রোহিত শর্মা (ছবি:এক্স)