এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে। নেপাল এবং পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের এশিয়া কাপ। প্রথম ম্য়াচেই নেপালের বিরুদ্ধে ২৩৮ রানে জয় দিয়ে এশিয়া কাপ অভিজান শুরু করেছে পাকিস্তান। আজ অর্থাৎ বৃহস্পতিবার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে নামছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। পালেক্লেলেতে হবে এই ম্যাচ। ভারতীয় সময় দুপুর তিনটের সময় শুরু হবে এই ম্যাচ। এবার দেখে নেওয়া যাক কোথায়, কখন দেখা যাবে এই ম্যাচ এবং সমম্পর্কিত খুঁটিনাটি তথ্য।শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে:-ভারতে এশিয়া কাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-১ হিন্দি, স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস-১ তামিল, স্টার স্পোর্টস-১ তামিল এইচডি, স্টার স্পোর্টস-১ তেলেগু, স্টার স্পোর্টস-১ তেলেগু এইচডি, স্টার স্পোর্টস-১ কান্নাড়া ও স্টার স্পোর্টস-১ কান্নাড়া এইচডি চ্যানেলে।বাংলাদেশ সহ অন্যান্য দেশে এশিয়া কাপের ম্যাচগুলি দেখা যাবে কোন চ্যানেলে:-পাকিস্তানে পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টসে দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলি। বাংলাদেশে গাজি টিভিতে সম্প্রচারিত হবে টুর্নামেন্ট। ইংল্যান্ডে টিএনটি স্পোর্টস অ্যাপে দেখা যাবে খেলা। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস ও ফক্সটেল অ্যাপে খেলা দেখা যাবে। দক্ষিণ আফ্রিকায় এশিয়া কাপ সম্প্রচারিত হবে সুপারস্পোর্ট-এ।অনলাইনে কোথায় দেখবেন খেলা:-ভারতে এশিয়া কাপের ম্যাচগুলির সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। এছাড়া টুর্নামেন্টের যাবতীয় খবর, তথ্য-পরিসংখ্যান ও লাইভ স্কোর আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচের আসর কোথায় বসতে চলেছে:-শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচের আসর বসতে চলেছে পালেকেল্লে স্টেডিয়ামে। ভারতীয় সময় ম্যাচ শুরু হবে দুপুর ৩-টের সময়। টস হবে দুপুর ২টো ৩০ মিনিটে।এশিয়া কাপে কোন গ্রুপে রয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা? বাকি দলগুলিই বা কোথায় রয়েছে :-এ-গ্রুপ: পাকিস্তান (এ-১), ভারত (এ-২) ও নেপাল।বি-গ্রুপ: শ্রীলঙ্কা (বি-১), বাংলাদেশ (বি-২) ও আফগানিস্তান।