Work From Office order by IT Giant: অফিসে গিয়ে কাজ করা বাধ্যতামূলক, কড়া নির্দেশ ভারতের অন্যতম বড় IT সংস্থার
1 মিনিটে পড়ুন Updated: 07 Nov 2023, 02:41 PM ISTকোভিডকালে সব আইটি সংস্থাই 'ওয়ার্ক ফ্রম হোম'-এর রীতি চালু করেছিল। কোভিড চলে গেলেও সেই রীতি থেকে গিয়েছিল। পরে 'হাইব্রিড' মোড শুরু হয়। মাঝে মাঝে অফিসে অফিসে গিয়ে কাজ, মাঝে মাঝে ওয়ার্ক ফ্রম হোম। তবে সম্প্রতি সব সংস্থাই চাইছে, তাদের কর্মীরা যাতে অফিসে গিয়ে কাজ করুক।
অফিসে গিয়ে কাজ করা বাধ্যতামূলক হল উইপ্রোতে