ইউপিএসসি ২০২৫এর জন্য ক্যালেন্ডার প্রকাশিত। দেশের তাবড় চ্যালেঞ্জিং এই পরীক্ষা আগামী বছরে কোন কোন তারিখে আয়োজিত হতে চলেছে, তার তথ্য জানিয়ে দিল ইউপিএসসি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)র আওতায় আগামী বছর কোন কোন তারিখে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলি হতে চলেছে,তা দেখে নিন।
দেশের তাবড় সম্মানীয় সরকারি চাকরি পাওয়ার মূল সূত্র গেঁথে রয়েছে ইউপিএসসি পরীক্ষায়। কথায় বলে, এই পরীক্ষায় কার্যত দেশে সেরার সেরারা সুযোগ পান। শুধু যে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হয়, তা নয়। এরপর থাক মেইনস, ইন্টারভিউয়ের মতো বড় ধাপ। ইউপিএসসির জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য এল বড় খবর। আগামী বছর সিএসসি বা সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা শুরু হতে চলেছে ২৫ মে। দেখে নেওয়া যাক এই পরীক্ষা ঘিরে কিছু গুরুত্বপূর্ণ তারিখ।
( Bank Holiday for Vote 2024: শুক্রবার থেকে ৩ দিন ব্যাঙ্ক বন্ধ বহু জায়গায় ! ২৬ এপ্রিল ভোটের দিন কোথায় কোথায় খোলা থাকবে না?)
সিভিল সার্ভিসেস পরীক্ষা:-
বহু প্রতীক্ষিত ২০২৫ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষা (প্রিলিমিনারি) আয়োজিত হবে ২৫ মে ২০২৫। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস (আইপিএস) এবং বাকি সিভিল সার্ভিসেস পরীক্ষার জন্য বিশদ জানতে পারেন ইউপিএসসির ওয়েবসাইটে।যে সমস্ত পরীক্ষার্থীরা আইএএস, আইপিএসকে পাখির চোখ করে রেখেছেন, তাঁদের এই পরীক্ষাই লক্ষ্যে পৌঁছে দেওয়ার রাস্তা তৈরি করে দেবে। সিভিল সার্ভিসেস পরীক্ষা (মেইন) হতে পারে ২২ আগস্ট থেকে। সিভিল সার্ভিসেস পরীক্ষার নোটিফিকেশন ২২ জানুয়ারি থেকে শুরু হবে।