
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২৩ সালের স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার (সিএইচএসএল) প্রথম পর্যায়ের ফলাফল ঘোষণা হল। প্রার্থীরা এখন ssc.nic.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পারেন। এদিকে ফলাফল দেখার জন্য লিঙ্ক নীচে প্রদান করা হয়েছে। এই পরীক্ষায় মোট ১৯ হাজার ৫৫৬ জন প্রার্থী পাশ করেছেন। এদিকে পরীক্ষার কাটঅফ মার্কসও দিয়ে দিয়েছে কমিশন। সেই অনুযায়ী, জেনারেল শ্রেণির পরীক্ষার্থীদের জন্য কাটঅফ - ৩০ শতাংশ, ওবিসি এবং আর্থিক ভাবে দুর্বল শ্রেণির চাকরিপ্রার্থীদের জন্য কাটঅফ - ২৫ শতাংশ, বাকি সব সংরক্ষিণ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য কাটঅফ হল ২০ শতাংশ। জানা গিয়েছে, এলডিসি বা জেএসএ পদের জন্য ১৭,৪৯৫ প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। ডিইও (সিএজি এবং ডিসিএ) পদের জন্য ৭৫৪ প্রার্থীকে বাছা হয়েছে। সিএজি এবং ডিসিএ ছাড়া অন্যান্য ক্ষেত্রে ডিইও পদের জন্য ১৩০৭ জন প্রার্থীকে বেছে নেওয়া হয়েছে। ()
উল্লেখ্য, গত ২ থেকে ১৭ অগস্ট কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরা এসএসসি সিএইচএসএল-এর দ্বিতীয় পর্যায়ের জন্য যোগ্যতা অর্জন করবেন। এদিকে ২ থেকে ১৭ অগস্ট বিভিন্ন শিফটে চারিপ্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন। তবে দ্বিতীয় পর্বের যোগ্যতা অর্জনকারীদের সহজেই যাতে চিহ্নিত করা যায়, তার জন্য সবার ফল একসঙ্গে প্রকাশ করা হয়েছে একই তালিকায়। প্রকাশিত তালিকায় পরাক্ষার্থীর নাম এবং রোল নম্বর রয়েছে। এদিকে বিভিন্ন মামলার জেরে ১০ জন প্রার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছে।
এদিকে ২০২৩ সালের স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডরি লেভেল পরীক্ষার দ্বিতীয় পর্যায়টি আগামী ন নভেম্বর অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম পর্বের পরীক্ষার মডেল উত্তরপত্র প্রকাশিত হয়েছিল। তা নিয়ে কোনও পরীক্ষার্থীর কোনও আপত্তি থাকলে সেটির বিরুদ্ধে আবেদন জানানোর উপায়ও খোলা ছিল। সেই মতো প্রাপ্ত অভিযোগ খতিয়ে দেখে তারপরই পরীক্ষার খাতা চেক করা হয় বলে জানা গিয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports