Combined Higher Secondary Level Examination 2019-এর জন্য নোটিফিকেশন জারি করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। অ্যাপ্লিকেশন ফর্ম যত দ্রুত সম্ভব ভরে অনলাইনে জমা দিতে বলেছে এসএসসি। এসএসসি সিএইচএসএল পরীক্ষায় বসার জন্য আবেদনপত্র ভরা যাবে জানুয়ারি ১০ তারিখ অবধি। কিন্তু শেষদিন অবধি আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়াটি ফেলে রাখতে মানা করেছে এসএসসি। তারা জানিয়েছে যে শেষের দিকে সবাই জমা দিতে চায়। এর জন্য প্রচন্ড চাপ পড়ে সার্ভারের ওপর। এর ফলে অনেক সময় বিপাকে পড়েন আবেদনকারীরা। সেটা এড়ানোর জন্যই আগেভাগে অ্যাপ্লাই করার পরামর্শ এসএসসির। SSC CHSL Tier-1 পরীক্ষা আগামী বছরের মার্চে ১৬-২৭ তারিখের মধ্যে হবে। এতে উত্তীর্ণ হওয়া ক্যান্ডিডেটদের জন্য tier-2 পরীক্ষা হবে ২৮ জুন।