প্রকাশিত হল SBI প্রবেশনারি অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল। প্রার্থীরা দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। নিজেদের রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা। যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরা আগামী SBI প্রবেশনারি অফিসার নিয়োগের মেনস পরীক্ষা দিতে পারবেন। যে পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর হতে চলেছে। যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রবেশনারি অফিসারের ২,০০০টি শূন্যপদ পূরণ করা হবে।
কীভাবে SBI প্রবেশনারি অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেখবেন?
১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in/web/careers-তে যেতে হবে প্রার্থীদের।
২) 'Current Openings'-এ যেতে হবে। তারপর সেখানে 'Recruitment of Probationary Officer (ADVERTISEMENT NO: CRPD/PO/2023-24/19)'-তে যেতে হবে প্রার্থীদের।
৩) 'SBI PO Prelims Result 2023'-র ডাউনলোডের লিঙ্ক ক্লিক করতে হবে।
৪) নিজেদের রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগইন করতে হবে। তাহলেই স্ক্রিনে প্রার্থীদের SBI প্রবেশনারি অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা।
৫) SBI প্রবেশনারি অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন স্ক্রিনে। ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখতে পারেন।
আরও পড়ুন: UGC NET Exam Syllabus change: বদলে যাবে নেট পরীক্ষার সিলেবাস, তৈরি হচ্ছে কমিটি, জানালেন UGC চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার নিয়োগ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ
অনলাইনেই হবে SBI প্রবেশনারি অফিসার নিয়োগের মেনস পরীক্ষা। অবজেকটিভ প্রশ্ন হিসেবে থাকবে ২০০ নম্বর। সঙ্গে থাকবে ব্যাখ্যামূলক প্রশ্নও। সেজন্য মোট ৫০ নম্বর বরাদ্দ করা থাকবে। অবজেকটিভ প্রশ্নের পরীক্ষার জন্য প্রার্থীদের ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রার্থীদের অনলাইনে কম্পিউটারে সেইসব প্রশ্নের উত্তর লিখতে হবে বলে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: SSC CGL-এর শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ! কীভাবে দেখবেন জেনে নিন
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার নিয়োগ প্রক্রিয়ার তৃতীয় ধাপ
SBI প্রবেশনারি অফিসার নিয়োগের তৃতীয় ধাপে সাইকোমেট্রিক টেস্ট হয়। তারপর গ্রুপ এক্সারসাইজ এবং ইন্টারভিউ হবে। তারপর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।