প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার সিটেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিটেট উত্তীর্ণ প্রার্থীদের কী কী নথি পাঠাতে হবে, তা জানিয়ে দিল পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা সংসদ।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সিটেট উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণের যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি থেকে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত পর্ষদের অফিসে সিটেট উত্তীর্ণ প্রার্থীদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে (শনিবার এবং রবিবার ছাড়া)। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে বিকেল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত পর্ষদের ড্রপ-বক্সে জমা দিতে হবে বলে জানিয়েছে পর্ষদ।
কী কী নথি পাঠাতে হবে?
১) ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য একটি আবেদনপত্রের প্রয়োজন হবে।
২) সিটেটের (Central Teacher Eligibility Test বা CTET) অ্যাডমিট কার্ড লাগবে।
৩) সিটেটের যোগ্যতামান সংক্রান্ত নথি লাগবে।
৪) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট লাগবে।
৫) D.El.Ed বা D.Ed. (স্পেশাল এডুকেশন) বা B.Ed (স্পেশাল এডুকেশন) বা B.Ed বা B.P.Ed বা সমতুল্য পরীক্ষায় মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে।
৬) সরকারের জারি করা জাতিগত শংসাপত্র তথা কাস্ট সার্টিফিকেট থাকতে হবে (যাঁদের প্রয়োজন হবে)।
৭) ভোটার আইডি কার্ড বা আধার কার্ড।
আরও পড়ুন: CTET নিয়ে বড় সিদ্ধান্ত হাইকোর্টের, প্রাথমিকের নিয়োগে অংশ নিতে পারবেন উত্তীর্ণরা
পর্ষদের কোন ঠিকানায় সেই নথি জমা দিতে হবে?
‘Acharya Prafulla Chandra Bhavan, DK-7/1, Salt Lake, Sector-2, Kolkata- 700091’ (আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, ডিকে- ৭/১, সল্টলেক, সেক্টর-২, কলকাতা ৭০০০৯১) ঠিকানার ড্রপ-বক্সে সেই নথি জমা দিতে হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: Justice Abhijit Ganguly: বড় অভিযোগ সামনে না এলে নিয়োগে হস্তক্ষেপ করবে না আদালত: বিচারপতি গঙ্গোপাধ্যায়
মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যাতে সিটেট উত্তীর্ণদের অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া যায়, সেজন্য নথি চাওয়া হয়েছে। যে সিটেট উত্তীর্ণরা ওই সময়ের মধ্যে নথি জমা দিতে পারবে না, তাঁরা অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবে না।