Primary TET 2022 Results Highlights: প্রকাশিত হল প্রাথমিক টেটের ফলাফল। দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হলেও অনলাইনে রেজাল্ট দেখার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে প্রার্থীদের। দুপুর তিনটে থেকে অনলাইনে প্রার্থীরা নিজেদের ফলাফল দেখতে পাবেন। প্রাথমিক টেটের ফলাফল সংক্রান্ত হাইলাইটস দেখুন এখানে।
10 Feb 2023, 02:19 PM IST কী কী তথ্য থাকবে?
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ: এবার অনলাইনে যে রেজাল্ট শিট থাকবে, তাতে প্রার্থীর নাম থাকবে। ২০২২ সালের টেটের রোল নম্বর থাকবে। রেজিস্ট্রেশন নম্বর থাকবে। মিডিয়াম (বাংলা নাকি ইংরেজি) থাকবে। ক্যাটেগরি থাকবে। সাব-ক্যাটেগরি থাকবে। বিশেষভাবে সক্ষম প্রার্থী কিনা, তা দেওয়া থাকবে। কোশ্চেন বুকলেট নম্বর থাকবে। কোশ্চেন বুকলেট সিরিজ থাকবে। ওএমআর বারকোড নম্বর থাকবে।
10 Feb 2023, 01:59 PM IST কারা তৃতীয় হলেন?
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ: তৃতীয় হয়েছেন চারজন। মেহদি হাসান (উত্তর ২৪ পরগনা), বিকাশ ভক্ত (পূর্ব মেদিনীপুর), মনামী অধিকারী (পশ্চিম মেদিনীপুর) এবং প্রহ্লাদ মণ্ডল (বাঁকুড়া) তাঁদের প্রাপ্ত নম্বর ১৩১।