২০২১ সালের প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রাথমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৩১ ডিসেম্বর হবে লিখিত পরীক্ষা। পরীক্ষায় মোট ১৫০ নম্বরের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।
গত ২৩ ডিসেম্বর নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ৩১ জানুয়ারি হবে প্রাথমিকের টেট। তিনি জানান, নির্দিষ্ট সময় বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার প্রকাশিত হল সেই বিজ্ঞপ্তি।

সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে প্রায় ১৬,৫০০ পদ পূরণ করা হবে এই পরীক্ষার মাধ্যমে। প্রথাগতভাবে পরীক্ষার হলে গিয়ে খাতায় কলমে দিতে হবে পরীক্ষা। করোনা পরিস্থিতির মধ্যে থাকবে যাবতীয় সুরক্ষাব্যবস্থা। প্রায় ২.৫ লক্ষ পড়ুয়া এই পরীক্ষায় বসবেন বলে অনুমান।
তার আগে ১০ – ১৭ জানুয়ারি পর্যন্ত আগে থেকে টেট উত্তীর্ণদের ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউ অগ্রাধিকারের ভিত্তিতে শূন্যপদ পূরণের পর হবে ২০২১-এর টেট।