শিক্ষিকাদের বদলির ব্যাপারে মানবিক হতে হবে। এবার কর্তৃপক্ষকে এমনটাই পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। নিয়ম ছিল, আছে, থাকবে। কিন্তু মানবিকতাও জরুরি। সম্প্রতি দু’টি আলাদা মামলায় দুই শিক্ষিকার বদলির আবেদন কার্যকরের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই বিচারেই মানবিকতার কথা বলেন তিনি।
(আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় ইংরেজি শব্দ আদতে এক রোগের নাম! কারা ভোগেন এই ব্যাধিতে)
প্রথম আবেদনকারীর বর্তমান পোস্টিং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। বাড়িতে তাঁর তিন বছরের একরত্তি শিশু। সন্তানের বেড়ে ওঠার সময় বাবা ও মা দু’জনকেই প্রয়োজন। বিশেষ করে জরুরি মায়ের স্নেহ। তাই আবেদনকারী মায়ের কলকাতার কাছাকাছি স্কুলে বদলির প্রয়োজন। স্কুল শিক্ষা সচিবকে চার সপ্তাহের মধ্যে তেমন একটা বদলির বিবেচনা করতে বলা হয়েছে । দ্বিতীয় আবেদনে অভিযোগ রয়েছে ডব্লিউবিসিএস স্বামীর বিরুদ্ধে জোর করে গর্ভপাত ও খুনের চেষ্টার। তাঁকে সেই সব অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে বলে দাবি। এর ভিত্তিতেই তিনি বদলি চেয়েছিলেন। আদালত তা কার্যকর করার নির্দেশ দেন।
(আরও পড়ুন: সুগারের ঠেলায় চিন্তার ভাঁজ কপালে? রাতে ঘুমোনোর আগে ৫ কাজ করলেই হবে)