
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একাধিক অশিক্ষক কর্মী পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন (IIMC)। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট ফর্ম্যাটে নয়া বছরের ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
শূন্যপদের বিবরণ:
• গ্রুপ ‘এ’ রেজিস্ট্রার পোস্ট : ১
• ডেপুটি রেজিস্ট্রার, গ্রুপ ১ ‘A’ পদ : ১
• সিনিয়র রিসার্চ অফিসার গ্রুপ A : ১
• গ্রুপ ১ 'A' অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার : ১
• গ্রুপ 'A' অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ) : ১
• গ্রুপ ‘B’ সিনিয়র প্রাইভেট সেক্রেটারি: ১
• গ্রুপ 'B' সেকশন অফিসার : ২
• গ্রুপ ২ ‘B’ সিনিয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টস: ২
• গ্রুপ 'B' অ্যাসিস্ট্যান্ট : ১
• গ্রুপ ২ ‘B’ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট : ২
• গ্রুপ: 'C' জুনিয়র স্টেনোগ্রাফার: ১
• গ্রুপ: ‘C’ LDC / টাইপিস্ট : ৪
যোগ্যতা:
আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি-সহ UGC ৭ পয়েন্ট স্কেল অথবা ৫৫% নম্বর বা এর সমতুল্য B গ্রেড থাকতে হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports