বাংলা নিউজ > কর্মখালি > IBPS RRB Admit Card: অ্যাডমিট কার্ড এল প্রিলি-র, রইল Download Link
শুক্রবার, ২২ জুলাই IBPS RRB প্রিলিমসের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে IBPS। গ্রুপ 'A' - অফিসারদের (স্কেল-I) নিয়োগের জন্য RRBs (CRP-RRBs-XI)-এর প্রিলিমসের অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। আবেদনকারী প্রার্থীরা ibps.in-এ IBPS-এর অফিসিয়াল সাইটের মাধ্যমে অ্যাডমিট চেক এবং ডাউনলোড করতে পারবেন।
২২ জুলাই থেকে ২১ আগস্ট ২০২২ পর্যন্ত অ্যাডমিট কার্ড পাওয়া যাবে।
IBPS RRB Admit Card: কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
- IBPS-এর অফিসিয়াল সাইট -এ যান।
- হোম পেজে IBPS RRB প্রিলিমস অ্যাডমিট কার্ড ২০২২ লিঙ্কে ক্লিক করুন।
- লগইন ডিটেইলস লিখুন এবং সাবমিট-এ ক্লিক করুন।
- অ্যাডমিট স্ক্রিনে এসে যাবে।
- পেজটি ডাউনলোড করুন।
- প্রয়োজনের জন্য একটি হার্ড কপি করে রাখুন।
পরীক্ষায় রিজনিং এবং কোয়ন্টিটিভ অ্যাপটিটিউট থাকবে। মোট প্রশ্নের সংখ্যা ৪০টি। মোট নম্বর ৮০। পরীক্ষার সময় ৪৫ মিনিট। পরীক্ষা দিতে যাওয়া প্রার্থীদের সমস্ত COVID 19 বিধিনিষেধ মেনে চলতে হবে।
কর্মখালি খবর