
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আজ থেকে শুরু হল আইবিপিএস ক্লার্ক নিয়োগের অনলাইনে আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের (আইবিপিএস) অফিসিয়াল ওয়েবসাইট-তে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১ অগস্ট পর্যন্ত।
চলতি বছর ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভাররিজ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জন্য নিয়োগ করবে আইবিপিএস।
বয়সসীমা :
২০ থেকে ২৮ বছর। আইবিপিএসের তরফে জানানো হয়েছে, প্রার্থীর ১৯৯৩ সালের ২ জুলাইয়ের আগে জন্মগ্রহণ করলে আবেদন করতে পারবেন না। ২০০১ সালের ১ জুলাইয়ের পরে জন্মগ্রহণ করলেও আবেদন করতে পারবেন না প্রার্থীরা।
আইবিপিএস ক্লার্ক নিয়োগের অনলাইনে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিনক্ষণ :
১) অনলাইন রেজিস্ট্রেশন শুরু - ১২ জুলাই, ২০২১।
২) অনলাইনে আবেদন জানানোর শেষদিন - ১ অগস্ট, ২০২১।
৩) অনলাইনে ফি জমা দেওয়ার শেষদিন - ১ অগস্ট, ২০২১।
৪) প্রি-এক্সাম ট্রেনিং - চলতি বছরের ১৬ অগস্ট থেকে শুরু হবে।
৫) প্রি-এক্সাম ট্রেনিংয়ের জন্য কল-লেটার ডাউনলোড - চলতি বছরের ১৬ অগস্টের আগে।
৬) প্রিলিমিনারি পরীক্ষার দিন - ২৮ ও ২৯ অগস্ট এবং ৪ সেপ্টেম্বর।
৭) মেন পরীক্ষার দিন - ৩১ অক্টোবর, ২০২১।
৮) মেন পরীক্ষার কল-লেটার ডাউনলোড - অক্টোবরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে ডাউনলোড করা যাবে।
৯) প্রভিশনাল অ্যালটমেন্ট - ২০২২ সালের এপ্রিল।
আবেদনের জন্য এখানে ক্লিক করুন -
6.88% Weekly Cashback on 2025 IPL Sports