CUET PG 2022: স্নাতোকত্তরে ভরতির জন্য এবার অভিন্ন প্রবেশিকা পরীক্ষা, জানুন বিশদে
1 মিনিটে পড়ুন Updated: 20 May 2022, 01:08 PM IST- থেকে পাওয়া যাবে। CUET PG 2022-এর আবেদন প্রক্রিয়া আগামী ১৮ জুন শেষ হবে। পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। আপাতত জুলাইয়ের শেষ সপ্তাহে পরীক্ষা হওয়ার কথা। কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হবে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও কিছু প্রাইভেট এবং ডিমড-টু-বি ইউনিভার্সিটিওপরীক্ষা নিচ্ছে।
CUET PG 2022: কীভাবে আবেদন করবেন?
- cuet.nta.nic.in-এর অফিসিয়াল সাইটে যান।
- হোম পেজে CUET PG 2022 লিঙ্কে ক্লিক করুন।
- লগইন ডিটেইলস দিন এবং সাবমিট ক্লিক করুন।
- আবেদনপত্র ভরুন এবং আবেদন ফি দিন।
- সাবমিট-এ ক্লিক করুন।
- কনফার্মেশন পেজটি ডাউনলোড করুন। ভবিষ্যতে প্রয়োজনের জন্য এর একটি হার্ড কপি রাখুন।