করোনা আবহেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল সৈনিক স্কুল। ষষ্ঠ এবং নবম শ্রেণিতে ভর্তির জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইচ্ছুক পড়ুয়ারা ১৯ নভেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।আবেদন করতে হবে অনলাইনে। http://aissee.nta.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।ষষ্ঠ এবং নবম শ্রেণিতে ভর্তির জন্য সর্বভারতীয় সৈনিক স্কুল এন্ট্রাস পরীক্ষা হবে আগামী বছরের ১০ জানুয়ারি। ওইদিন পুরুলিয়া সৈনিক স্কুলেও ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা হবে।২০০৯ সালের ১ এপ্রিল থেকে ২০১১ সালের ৩১ মার্চের মধ্যে যাদের জন্ম তারা ষষ্ঠ শ্রেণিতে এবং ২০০৬ সালের ১ এপ্রিল থেকে ২০০৮ সালের ৩১ মার্চের মধ্যে যাদের জন্ম তারা নবম শ্রেণির জন্য আবেদন করতে পারবে। ষষ্ঠ শ্রেণিতে ইংরেজি/ হিন্দি/ বাংলায় পরীক্ষা দেওয়া যাবে। নবম শ্রেণিতে শুধুমাত্র ইংরেজিতে পরীক্ষা দিতে হবে।ষষ্ঠ শ্রেণিতে ৬৫ জন ছাত্র এবং ১০ জন ছাত্রী ভর্তি নেওয়া হবে। নবম শ্রেণিতে ১৫ জন ছাত্র নেওয়া হবে।