মোবাইল ফোনে আইপিএল-এর ম্যাচ দেখতে গিয়ে ব্যারাকের ছাদ থেকে পড়ে মারা গেলেন ওড়িশার যুবক পুলিশকর্মী। গত মঙ্গলবার রাতে রায়গড়া জেলার চান্ডিলি অঞ্চলের এই মর্মান্তিক ঘটনা ঘটে।জানা গিয়েছে, মোবাইল ফোনে আইপিএল-এর ম্যাচ দেখার সময় উত্তেজনার বশে টাল সামলাতে পারেননি কনস্টেবল যোগেশ্বর দাস (২৭)। তিন তলা পুলিশ ব্যারাকের ছাদ থেকে আচমকা নীচে পড়ে যান ওই পুলিশকর্মী।মারাত্মক জখম যোগেশ্বরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মীরা। কিন্তু প্রবল রক্তক্ষরণের জেরে রাতেই তাঁর মৃত্যু হয়। নিহত কনস্টেবল যোগেশ্বর দাসের বাড়ি নবরংপুর জেলার তেঁতুলিখুঁটি গ্রামে। ২০১৩ সালে তিনি কোরাপুটে ওড়িশা সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দেন। পাঁচ মাস আগে তাঁকে রায়গড়ায় বদলি করা হয়। যোগেশ্বরের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রায়গড়া পুলিশ ব্যারাকে।