পাক ভূমি যেন সন্ত্রাসের জন্য ব্যবহৃত না হয়, তার জন্য এখনই, দীর্ঘস্থায়ী ও অপরিবর্তিত ব্যবস্থা নিতে বলল ভারত ও আমেরিকা। একই সঙ্গে ২০০৮ মুম্বই ও ২০১৬ সালের পাঠানকোট আক্রমণের সঙ্গে যুক্ত অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবিও করা হয়েছে। আল-কায়দা, আইসিস, লস্কর, জৈশ ও হিজবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার গুরুত্বের কথাও বলা হয়েছে বৈঠকে। ভারত-আমেরিকা সন্ত্রাস বিরোধী ওয়ার্কিং গ্রুপের বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই কথা বলা হয়েছে। যেভাবে সন্ত্রাসবাদীরা অনেক সময় আড়াল থেকে কাজ করে চলছে, সেটারও কড়া নিন্দা করা হয়েছে। পাকিস্তানকে ব্যবস্থা নিতে বলা হয়েছে যাতে তাদের ভূমি সন্ত্রাসবাদী হানায় ব্যবহার না করা হয়। এত বছর পরেও ২০০৮ মুম্বই হানা মামলায় পাকিস্তানে কোনও অগ্রগতি হয়নি। সেই নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হয়েছে। কী করে সন্ত্রাস দমনে ভারত ও আমেরিকা একযোগে কাজ করতে পারে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ সহ বিভিন্ন ইস্যু নিয়ে উন্নততর সমঝোতার জন্যই শলা পরামর্শ করেন আধিকারিকরা।