বৃহস্পতিবার একলাফে এক হাজার টাকা দাম বাড়ার পরে শুক্রবার কিছু পড়ল সোনার দাম। এর জেরে স্বস্তি ফিরল গৃহস্থের পকেটে।
এ দিন কলকাতায় পাকা সোনার (২৪ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রাম দাঁড়িয়েছে ৪৩,৭৬০ টাকা। গয়নার সোনা (২২ ক্যারাট) প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪১,৩৬০ টাকা। এর পাশাপাশি হলমার্ক সোনার গয়নার (২২ ক্যারাট) দাম দাঁড়িয়েছে এ দিন প্রতি ১০ গ্রামে ৪২,০৬০ টাকা।
এ দিন শহরে রুপোর দাম কিছুটা বেড়েছে। রুপোর বাট প্রতি ১ কেজির দাম দাঁড়িয়েছে ৪৯,৮৫০ টাকা। খুচরো রুপোর দাম প্রতি ১ কেজি দাঁড়িয়েছে ৪৮,৭৫০ টাকা।
আরও পড়ুন: বিদেশ থেকে ফেরার পর জ্বর, মেদিনীপুর থেকে ব্যবসায়ীকে তুলে আনা হল বেলেঘাটায়
এক নজরে শুক্রবার কলকাতায় সোনা ও রুপোর দাম:
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪৩,৭৬০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪১,৩৬০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম) - ৪২,০৬০ টাকা।