বাংলা নিউজ > হাতে গরম > Air Chargeable Battery: হাওয়াতে চার্জ হবে ব্যাটারি! বিদ্যুৎ উৎপাদনের খরচ কমাবে ভারতীয় গবেষকদের যুগান্তকারী যন্ত্র
Air Chargeable Battery: শুধু হাওয়াতেই চার্জ হয়ে যাবে! সম্প্রতি দেশের সেন্টার অব ন্যানো অ্যান্ড সফ্ট ম্যাটার সায়েন্সেসের (CNSMS) গবেষকরা আবিষ্কার করলেন এমন এক ব্যাটারি। ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই ব্যাটারি বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে চার্জ হয়। তবে এই প্রক্রিয়াটি হয় দিনের আলোর উপস্থিতিতে। অর্থাৎ গাছ যেমন দিনের আলোয় অক্সিজেনের সাহায্যে খাবার তৈরি করে, তেমনই এই ব্যাটারি চার্জ উৎপাদন করে নিজের মধ্যে জমা রাখে।
আরও পড়ুন - ভারত,বাংলাদেশ না পাকিস্তান? কোন দেশে সবচেয়ে সস্তা রেল পরিষেবা? চমকে উঠবেন জানলে
সোলার প্যানেলের সঙ্গে কোথায় তফাত
এই ব্যাটারিটির বিজ্ঞানের পরিভাষায় নাম ফোটো অ্যাসিস্টেড সেলফ চার্জেবল এনার্জি স্টোরেজ ডিভাইস। একটি সোলার প্যানেল সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদন করলেও তা সঞ্চয় করতে পারে না। বিদ্যুৎ সঞ্চয় করার জন্য তার আলাদা স্টোরেজ প্রয়োজন হয়। কিন্তু এই ব্যাটারিতে চার্জ উৎপাদন ও সঞ্চয় একই স্থানে হয়।