রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন আইএমডির তরফে জানানো হয়েছে রাজ্যের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় বইতে পারে ঝোড়ো হাওয়া, কলকাতার আবহাওয়ার হালচাল কেমন থাকবে? দেখে নেওয়া যাক।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত:-
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী ২৪ ঘণ্টায়। এর আগে, রাজ্যে বৃহস্পতিবার থেকেই একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস ছিল রবিবার পর্যন্ত। এদিকে, আজ শনিবার আবহাওয়ার মুখ ভার করা অবস্থার মধ্য দিয়েই ইডেনে শুরু হয়েছে আইপিএল-র প্রথম ম্যাচ। উল্লেখ্য, রাজ্যজুড়ে গত কয়েকদিনে ঝড় বৃষ্টির প্রভাবে অনেকটাই কমেছে তাপমাত্রা। রবিবার তাপমাত্রা আরও খানিকটা নামতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তার পর থেকে চৈত্রের বাংলায় ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার থেকে পাল্টাতে পারে পরিস্থিতি। রবিবার দক্ষিণের সব জেলাতেই ঝড় ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে।
( Techie kills son: নিজের ৩ বছরের সন্তানের গলা কেটে খুন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের! স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরই বীভৎস কাণ্ড)
( Meerut Murder: 'মুসকানের হাত ধরে অচৈতন্য সৌরভের হার্ট বরাবর তিন কোপ' দেওয়ায় প্রেমিক সাহিল! খুনের পর হোলি-পার্টি মানালিতে)
শহর কলকাতার পরিস্থিতি:-
এদিকে, শহরে কেকেআর-র ম্যাচ, অন্যদিকে, আকাশের মেজাজ খুব একটা ভালো নয়! তবে রাত পোহালেও শহর কলকাতায় মাঝারি বর্ষণ ও ঝোড়ো হাওয়া থাকবে, বলে আইএমডির পূর্বাভাস জানিয়েছে। এদিন শহর কলকাতায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। যা স্বাভাবিকের থেকে কম। জানা যাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় আরও ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা।
সোমবার থেকেই আবহাওয়ার মেজাজ বদল?
আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, সোমবার থেকে আবহাওয়ার মেজাজে বদল আসতে পারে। তবে আগামী সপ্তাহেও ভরা বসন্তে আকাশের মুখ ভার থাকবে।
সতর্কতা:-
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বইতে পারে। দক্ষিণের বহু অংশে হালকা থেকে মাঝারি বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে।উত্তরবঙ্গে, আলিপুরদুয়ার, কালিম্পং, মালদা, শিলাবৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানে রয়েছে কমলা সতর্কতা।