কয়েক মাস আগেও তিনি একেবারে নাম করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করতেন। সেই বাবুল সুপ্রিয়ই এখন বালিগঞ্জ লোকসভা আসন থেকে তৃণমূলের প্রার্থী। এদিকে সম্প্রতি তাঁকে ফেজ টুপি পরে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। এনিয়ে তীব্র খোঁচা দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। এবার বাবুলের ভোলবদল নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই, সবে তো টুপিটা পরেছেন। লুঙ্গিটা কবে পরবেন সেটাও জানিয়ে দিন। কে জোকার সে তো বোঝাই যাচ্ছে। যারা রোজ পার্টি বদলায়। আমরা আদর্শ নিয়ে আছি। তিনি হেরে গিয়েছেন সব জায়গায়। এখন কোনওরকমে মন্ত্রীত্ব পাওয়ার তালে আছেন। তাঁর কিছু চাই না। একটি মন্ত্রীত্ব চাই, গাড়ি চাই। আর সিকিউরিটি চাই। এটাই জীবনের লক্ষ্য ওনার। তোপ দাগলেন দিলীপ ঘোষ। এদিকে বিজেপিতে থাকাকালীনও দিলীপ ঘোষের সঙ্গে বাবুল সুপ্রিয়র বিশেষ বনিবনা হত না। আর এখন দুজনেই দুই শিবিরে।এদিকে এদিন রবিবাসরীয় প্রচারে বের হন বাবুল সুপ্রিয়। পার্ক সার্কার্স ময়দানে তিনি প্রচার করেন। প্রাতঃ ভ্রমণকারীদের সঙ্গেও তিনি কথাবার্তা বলেন। তাঁর একাধিক কর্মসূচি রয়েছে এদিন। এলাকার বাসিন্দাদের সঙ্গেও পরিচিত হন তিনি। এদিন তাঁকে উত্তরীয় দিয়ে স্বাগত জানান স্থানীয় তৃণমূল কর্মীরা।