বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Doctor Rape and Murder: কী হয়েছিল সেই রাতে? আপনার কাছে ভিডিয়ো ফুটেজ? আরজি কর তদন্তে সিবিআই ডাকল নার্সকে
আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা এখনও রহস্যময়। অনেক দাবি, অনেক প্রশ্ন। কিছু প্রশ্নের উত্তর মেলে। কিছু প্রশ্নের উত্তর মেলে না। এদিক আরজি করের ঘটনার পর থেকেই বার বার দাবি করা হয়েছিল যে সেই সময় যারা ডিউটিতে ছিলেন সেই নার্সদের একাংশ অনেক কিছু জানেন। কেন তাদের জেরা করা হচ্ছে না সেই প্রশ্নও উঠেছিল বিভিন্ন মহলে। এবার ঘটনার দিন ডিউটিতে ছিলেন এমন সাতজন নার্সকে তলব করেছে সিবিআই। চেস্ট মেডিসিনের চারজন নার্স সিবিআই তলবে হাজির হয়েছিলেন। তাদের মধ্যে একজন নার্সের সঙ্গে কথা বলেছে টিভি ৯ বাংলা।